রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জরিমানা গুনলেন সাকিব সোহান

ক্রীড়া প্রতিবেদক

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে তৈরি হয়েছিল নাটকীয় অবস্থা। দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করেন সাকিব আল হাসান। ম্যাচের শেষ ওভারের দুটি বাউন্সারের একটিকে নো ডেকেছিলেন  লেগ আম্পায়ার। পরে সেটা বাতিল করেন। তার প্রতিবাদ করেন টাইগার অধিনায়ক সাকিব এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে দুই ব্যাটসম্যানকে মাঠ থেকে চলে আসতে বলেন। শুধু তাই নয়, নুরুল হাসান সোহানও বচসায় লিপ্ত হন থিসারা পেরেরার সঙ্গে। এমন আচরণ দেখে সবাই ধরেই নিয়েছিলেন, এক-দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারে সাকিব। কিন্তু রক্ষা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুধুমাত্র জরিমানা দিয়ে বেঁচে যান বাংলাদেশের দুই ক্রিকেটার। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন দুজনের। সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন দুই ক্রিকেটার। গতকাল সকালে ম্যাচ রেফারির সামনে শুনানির সময় দোষ স্বীকার করে নেন সাকিব ও সোহান। যে কারণে, আর আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি।

সর্বশেষ খবর