রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘অভিজ্ঞতা বাজারের জিনিস না’

ক্রীড়া প্রতিবেদক

‘অভিজ্ঞতা বাজারের জিনিস না’

প্রতিদ্বন্দ্বিতার সর্বোচ্চটাই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার অলিখিত সেমিফাইনালে। বিশেষ করে শেষ ওভারের উত্তেজনা ছাপিয়ে গেছে সবকিছুকে। শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আবার ওই ওভারেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানসহ গোটা দল। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোয় প্রশংসা ভাসছেন ‘আনসাং হিরো মাহমুদুল্লাহ। অসাধারণ জয়ের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘অভিজ্ঞতা বাজারের জিনিস না’।            

শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম দুই বলে রান নিতে না পেরে রান আউট হন মুস্তাফিজুর রহমান। শেষ ৪ বলে দরকার ১২ রান। সেটা এক বল হাতে রেখেই জিতে যায় টাইগাররা। বিশেষ করে পঞ্চম বলে ছক্কা মেরে অবিশ্বাস্য জয় উপহার দেন মাহমুদুল্লাহ। অথচ এই মাহমুদুল্লাহকেই গত বছর দেশে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সিরিজে ছিলেন মাশরাফি। তাই পরশু রাতে মাহমুদুল্লাহর রূপকথা লেখা ম্যাচের পর নিজের ফেসবুক ওয়ালে আক্ষেপ নিয়েই লিখেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। ওই সিরিজেই টি-২০ ম্যাচ থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি।

সর্বশেষ খবর