রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব মিডিয়ায় সাকিবদের জয়

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটারদের ‘নাগিন’ নাচ এখন ভাইরাল। ক্রিকেট বিশ্ব মোহিত মুশফিক, রাহি, অপু, সৌম্যদের নাগিন নৃত্যে। পরশু রাতে প্রেমদাসায় যে রূপকথা লিখেছে টাইগাররা, যে ক্রিকেটানন্দ উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তার বন্দনায় মেতেছে বিশ্ব মিডিয়া। উত্তেজনার রেণুু-পরমাণুতে ঠাসা ম্যাচটি নিয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া এক্সপ্রেস, ডেইলি মিরর, এএফপি, রয়টার্স, শ্রীলঙ্কার ডেইলি নিউজ প্রশংসায় ভাসিয়েছে। বন্দনার পাশাপাশি অবশ্য সমালোচনাও করেছে টাইগারদের। শেষ ওভারের জয়ের জন্য টাইগারদের দরকার ছিল ১২ রান। বল প্রতি স্ট্রাইক রেট ২ রান। প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি মুস্তাফিজুর রহমান। শেষ ৪ বলের সমীকরণ দাঁড়ায় ১২ রানের। তৃতীয় বলে বাউন্ডারি, চার নম্বর বলে ২ রান নেওয়ার পর শেষ দুই বলে সমীকরণ দাঁড়ায় ৬ রানের। হিমালয়সময় চাপের মুখে দাঁড়িয়ে ভেঙে পরেননি মাহমুদুল্লাহ। দুই বছর আগে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন মাহমুদুল্লাহ। পঞ্চম বলে ফ্লিকে ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় উপহার দেন বাংলাদেশকে। এমন একটি জয়ের পর বাংলাদেশের মিডিয়ায় লিড সংবাদ টাইগারদের জয় নিয়ে। দলের হারে বিস্মিত শ্রীলঙ্কার ‘ডেইলি নিউজ’। সংবাদ মাধ্যমটি তারপরও লিখেছে, ‘শেষ হাসি বাংলাদেশেরই’। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি অবশ্যই শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চে ঠাসা। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ, আম্পায়ারের বাজে সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন অধিনায়ক সাকিব। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে, ম্যাচ বয়কটের পরিবেশও তৈরি হয়েছিল।  বাংলাদেশের এই জয়কে ‘শ্বাসরুদ্ধকর’ বলেছে টাইমস অব ইন্ডিয়া। ম্যাচের শেষ ওভারে ইশুরু উদানার টানা দ্বিতীয় বাউন্সারকে ‘নো বল’ ডাকেননি আম্পায়ার। যা নিয়ে উত্তাপ ছড়ায় ম্যাচে। ভারতীয় প্রভাবশালী পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে. ‘আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের জন্য উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ শিবিরে’।

সর্বশেষ খবর