শিরোনাম
মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মহিলা ফুটসালে বাংলাদেশ মালয়েশিয়া এক গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

মহিলা ফুটসালে বাংলাদেশ মালয়েশিয়া এক গ্রুপে

সাফ ফুটবল ঢাকায়। তার প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ। ২৭ মার্চ লাওসের বিপক্ষে দেড় বছরের মধ্যে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মামুনুলরা। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ফুটবলাররা এখন ব্যাংককে। পুরুষ ফুটবলারদের মতো ব্যস্ত সময় কাটবে মহিলা ফুটবলারদেরও। চলতি মাসে হংকংয়ে চার জাতির একটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। মে মাসে থাইল্যান্ডে এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপ। সেখানে খেলবে বাংলাদেশ মহিলা ফুটবল দল। এই টুর্নামেন্ট দিয়েই ফুটসালে অভিষেক হবে মহিলা ফুটবলারদের। টুর্নামেন্টটি ব্যাংককে অনুষ্ঠিত হবে ২-১২ মে। চ্যাম্পিয়নশিপে অংশ নিবে ১২টি দল। চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে উঠবে দুটি করে আটটি দল। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের অপরাপর দলগুলো মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। ‘এ’ গ্রুপে হংকং, ইন্দোনেশিয়া ও ম্যাকাও। ‘সি’ গ্রুপে জাপান, চীন, বাহরাইন ও লেবানন এবং ‘ডি’ গ্রুপে ইরান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ মে মালয়েশিয়া, ৪ মে ভিয়েতনাম ও ৬ মে চাইনিজ তাইপের বিপক্ষে।

সর্বশেষ খবর