বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ

আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন ছিল। তবে স্থানীয় একটি নিউজ পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা। তবে সূচি এখনো নিশ্চিত হয়নি।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামী ১৪ জুন স্বাগতিক ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে আফগানরা। তার আগেই ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে একটি ওয়ানডে সিরিজ খেলতে চাচ্ছে আফগানিস্তান। এদিকে মে-জুন মাসে বাংলাদেশেরও কোনো খেলা নেই। তাই আফগানিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়টি চিন্তা করেছে। নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘আমরা আফগান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব পেয়েছি। ভেন্যু ভারতের দেরাদুন এবং সময়কাল জুনের প্রথম সপ্তাহ।’

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ছয়ে। তাই টাইগারদের বিরুদ্ধে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আফগানরা। যদিও ফিউচার ট্যুর প্রোগামে এই দ্বিপক্ষীয় সিরিজটি ছিল না। দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। নিজামউদ্দীন বলেছেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, সিরিজ খেলতে রাজি। তবে এ বিষয়ে এখনো আলোচনা চলছে। সিরিজ এবং সূচি নিশ্চিত নয়।’

সর্বশেষ খবর