সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তবু ম্যাচসেরা নন সাকিব!

ক্রীড়া প্রতিবেদক

তবু ম্যাচসেরা নন সাকিব!

৭৩ প্রতিপক্ষ পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। সেজন্যই হয়তো তাঁতিয়ে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরনো দলের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং দল সানরাইজার্স হায়দরাবাদকে ম্যাচও জিতিয়েছেন। ব্যাট হাতে ২৭ রান করার পর বোলিংয়ে ২১ রানের খরচে নিয়েছেন ২ উইকেট। শুধু তাই নয়, ক্যাচও নিয়েছেন দুটি। এক ম্যাচে একজন ক্রিকেটারের এর চেয়ে ভালো পারফরম্যান্স আর কি হতে পারে? দল জিতেছে এবং পারফরম্যান্সও চোখ ধাঁধানো। তারপরও ম্যাচসেরা নন। কলকাতার বিপক্ষে জয়ী ম্যাচে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সেও সাকিব মন গলাতে পারেননি বিচারকদের। তাই ম্যাচসেরা নন বিশ্বসেরা অলরাউন্ডার। ২১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান পেসার বিনি স্ট্যানলেকে। সাকিবকে বাদ দিয়ে স্ট্যানলেকেকে ম্যাচসেরা ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। এমনকি ভারতীয় মিডিয়াতেও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সাকিবের দলের জয়ের দিনে হেরেছে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে আহামরি পারফরম্যান্স ছিল না ‘কাটার মাস্টার’-এর। একটি উইকেট নিলেও শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে মিস করেছেন দুই দুটি সহজ ক্যাচ।              

ম্যাচসেরা হতে না পারলেও অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়াইন ব্রাভোর পর টি-২০তে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০০ রান ও ৩০০ উইকেটের ডাবল অর্জনের বিরল রেকর্ড গড়বেন সাকিব। ২৫৭ ম্যাচে সাকিবের রান ৪০১৯ এবং উইকেট ২৯৯। ৩৭৭ ম্যাচে ব্রাভোর রান ৫৫৮২ এবং উইকেট ৪১৩। আইপিএল শুরুর আগে দুটি মাইলফলকের হাতছানি ছিল সাকিবের। একটি ৪ হাজার রান এবং আরেকটি ৩০০ উইকেট। পরশু কলকাতার বিপক্ষে ২১ বলে ২৭ রানের ইনিংস খেলে পা রেখেছেন চার হাজারী ক্লাবে। রান ৪০১৯, সর্বোচ্চ ৮৬* এবং হাফসেঞ্চুরি ১৪টি। ২ উইকেট নিয়ে দাঁড়িয়ে আছে ২৯৯ উইকেটে। পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই হয়তো পৌঁছে যাবেন রেকর্ড বুকে। টি-২০ ক্রিকেটে ডাবল অর্জনে সাকিবের অবস্থান এখন ব্রাভোর পর। সাকিবের পরে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদী। ২৭৪ ম্যাচে আফ্রিদীর রান ৩৮৯৩ এবং উইকেট ৩০০টি। টি-২০তে ৩০০ উইকেট ও ৩ হাজার রানের ডাবল আছে আর কেবল একজনের। ২৭৪ ম্যাচে ৩০০ উইকেট নিয়েছেন শহিদ আফ্রিদি। রান করেছেন ৩ হাজার ৮৯৩। তবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়া বোলার রয়েছেন আরও দুজন। শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গার উইকেট ২৫৬ ম্যাচে ৩৪৮ এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের উইকেট ২৭৪ ম্যাচে ৩৪১টি। মুম্বাই ইন্ডিয়ান্সের ১৯৪ রান সহজেই টপকে গেছে দিল্লি ডেয়ার ডেভিলস। ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বুমরাহর শেষ ওভারে আবার মিস করেছেন দুই দুটি সহজ ক্যাচ। এছাড়া দিল্লির জয়ের জন্য দরকার ছিল শেষ ওভারে ১১ রান। প্রথম দুই বলে ১০ রান দেন মুস্তাফিজ এবং পরের তিন বলে ডট। শেষ বলে সিঙ্গেল নিয়ে জিতে যায় দিল্লি। সব মিলিয়ে আহামরি পারফরম্যান্স ছিল না মুস্তাফিজের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর