সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বার্সার টানা ৩৯ জয়

ক্রীড়া ডেস্ক

বার্সার টানা ৩৯ জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রোমার কাছে দুঃখজনক হারে বিদায় নিয়েছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টের জয়ে এ দুঃখ ভোলার নয়। তবে বার্সেলোনা লা লিগায় দারুণ এক রেকর্ড গড়েছে। গত শনিবার লুইস সুয়ারেজ এবং স্যামুয়েল উমতিতির দারুণ গোলে জয় পেয়েছে কাতালানরা। এ জয়ের মধ্য দিয়েই টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ভালভার্দের দল। রিয়াল সুসিদাদের টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ভেঙে দিল কাতালানরা। ১৯৭৯ ও ১৯৮০ সালে এই রেকর্ড গড়েছিল রিয়াল সুসিদাদ। লা লিগায় টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে রিয়ালের। এর আগে পেপ গার্ডিওলার আমলে ৩১ ম্যাচ অপরাজিত থেকে বার্সেলোনা ক্লাব রেকর্ড গড়েছিল।

লিওনেল মেসি লা লিগায় গত ৩৯ ম্যাচে ৩৯টি গোল করেছেন। এর মধ্যে বার্সেলোনার মোট গোল ১০৮টি। দুর্দান্ত এই রেকর্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতাকে মোটেও ভুলতে পারছেন না মেসিরা। বার্সেলোনার কোচ ভালভার্দে বলছেন, ‘আমরা একটা কঠিন সপ্তাহ পাড় করেছি। রেকর্ড নিয়ে ভাববার মতো সপ্তাহ ছিল না এটা। রেকর্ডের ব্যাপারে বলতে চাই, এসব ফুটবলাররা এমন রেকর্ড ভাঙতেই থাকবে।’ রেকর্ডের চেয়েও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে বেশি খুশি ভালভার্দে। আর মাত্র ৭টা পয়েন্ট পেলেই লা লিগায় চ্যাম্পিয়ন হতে পারবে কাতালানরা। অবশ্য গত রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে থাকলে সেটা আরও কমে আসবে। লা লিগায় ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়া ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে আছে।

স্প্যানিশ লা লিগায় অসাধারণ ফুটবল খেললেও এবার চ্যাম্পিয়ন্স লিগে সমর্থকদের হতাশ করেছে বার্সেলোনা। রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলে জিতেও দ্বিতীয় লেগে হেরে যায় ৩-০ গোলে। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে রোমা পৌঁছে যায় শেষ চারে। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও লিওনেল মেসিরা লা লিগায় নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছেন। এদিকে সামনের সপ্তাহেই মেসিরা কোপা দেল রে কাপের ফাইনাল খেলবেন সেভিয়ার বিপক্ষে। এর আগে অবশ্য লা লিগার ম্যাচে মুখোমুখি হবেন সেল্টা ভিগোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর