সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ফ্লাড লাইটে ঘরোয়া হকির অভিষেক

খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

ফ্লাড লাইটে ঘরোয়া হকির অভিষেক

সংবাদ সম্মেলনে আবদুস সাদেক

হকির স্মরণীয় দিনই বলা যায়। ক্লাব কাপের মধ্যে দিয়ে ঘরোয়া আসরে ফ্লাড লাইটের অভিষেক হবে আজ।  মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর পর গত বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। রাতের বেলায় বাংলাদেশ বেশ কটি ম্যাচে অংশও নেয়। কিন্তু ঘরোয়া আসরে খেলোয়াড়রা আজই প্রথম ম্যাচ খেলবে।

ক্লাব কাপ দিয়েই হকির নতুন মৌসুমের সূচনা হচ্ছে আজ। বিকাল পাঁচটায় উদ্বোধনী ম্যাচে ফেবারিট আবাহনী মুখোমুখি হবে পুলিশের বিপক্ষে। এরপরই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। সন্ধ্যা ৭টায় ফ্লাড লাইটে লড়বে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ও ভিক্টোরিয়া স্পোর্টিং। গতকাল সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘এখন থেকে ক্লাব কাপ প্রয়াত খেলোয়াড় ও সংগঠক খাজা রহমতউল্লাহর নামে হবে। ভিআইপি গ্যালারি তার নামে হবে। নির্বাহী কমিটির সভায় আমরা দুটি সিদ্ধান্ত অনুমোদন করিয়েছি’। ফুটবলে ঘরোয়া আসর অনুষ্ঠিত হচ্ছে ১৯৭৮ সাল থেকেই। ১৯৭৭ সালে আগাখান গোল্ডকাপের ফুটবলে ফ্লাড লাইটের যাত্রা। সেবার ফাইনালসহ আগাখান গোল্ডকাপের বেশকটি ম্যাচ রাতে অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালের পর বঙ্গবন্ধু স্টেডিয়াম বা মিরপুরে ফুটবলে ঘরোয়া আসর ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটে ফ্লাড লাইটের যাত্রা। মিরপুরে ক্রিকেট যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলো নিয়মিতভাবে রাতের আলোয় অনুষ্ঠিত হচ্ছে। ঘরোয়া আসরে টি-২০ বিপিএল হলেও ঢাকা প্রিমিয়ার লিগ কখনো ফ্লাড লাইটে হয়নি। ঘরোয়া হকির নতুন যুগের সূচনা হচ্ছে। তারপরও ক্লাব কাপ অনুষ্ঠিত হবে অনেকটা প্রাণহীনভাবে। হকির অন্যতম পরাশক্তি পুরান ঢাকার ঊষা ক্রীড়া চক্র দলবদলে অংশ না নেওয়ায় স্পষ্ট হয়ে উঠে তারা চলতি মৌসুমে খেলবে না। কিন্তু ক্লাব কাপেও অংশ নেবে মাত্র ছয়টি ক্লাব। ‘এ’ গ্রুপে আবাহনী, সোনালী ব্যাংক ও পুলিশ। ‘বি’ গ্রুপে মেরিনার, ভিক্টোরিয়া ও অ্যাজাক্স। ঊষা ছাড়াও খেলছে না ঐতিহ্যবাহী মোহামেডান, সাধারণ বীমা, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং ও আজাদ। না খেলায় যুক্তি হিসেবে ক্লাবগুলোর ভাষ্য দলবদলের পর তারা মাঠে নামতে অনুশীলনের সময় পায়নি। তাছাড়া এসব ক্লাবে বিকেএসপির খেলোয়াড়রা খেলবে। যাদের অধিকাংশ ব্যস্ত রয়েছে এইচএসসি পরীক্ষা নিয়ে। মোহামেডান-ঊষার মতো বড় দল অনুপস্থিত থাকায় ক্লাব কাপের জৌলুস যে ম্লান হবে তা নিয়ে সংশয় নেই।

লিগ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিলা বলেন, ‘সব সময় দলবদলের পরই ক্লাব কাপ হয়ে থাকে। এবারে প্রস্তুতির প্রসঙ্গ আসবে কেন? যাক ক্লাব কাপে খেলতেই হবে ফেডারেশনের কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। লিগে অংশ নিতেই হবে। তানা হলে বাইলজ অনুযায়ী শাস্তি বাধ্যতামূলক। দেখা যাক লিগ নিয়ে কোনো ক্লাব আবার আপত্তি তুলে কি না?

সর্বশেষ খবর