সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চ্যাম্পিয়ন ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার সব ম্যাজিক শেষ হয়ে গেল লিভারপুলের কাছে। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল গার্ডিওলার দল। তবে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের পথে উঠে এসেছে ম্যানসিটি। শনিবার তারা ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যামকে। দলের পক্ষে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস, গুনডোগুন এবং রহিম স্টারলিং। টটেনহ্যামের পক্ষে গোলটি করেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা অনেকটাই নিজেদের করে নিয়েছিল ম্যানসিটি।  গতকাল ম্যানইউ ১-০ গোলে ওয়েস্ট ব্রমউইচের কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন হয়ে যায় পেপ গার্ডিওলার দল। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৮৭ পয়েন্ট। ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানইউ। লিগে পরের পাঁচটি ম্যাচ কেবল আনুষ্ঠানিকতার হয়ে রইল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দারুণ জয় পেয়েছে লিভারপুল। তারা ৩-০ গোলে হারিয়েছে বর্নমাউথকে। লিভারপুলের পক্ষে একটি করে গোল করেছেন স্যাডিও মানে, মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো। এই নিয়ে লিগে ৩৩ গোল করলেন সালাহ। ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখন তিনিই সবার আগে। এদিকে ২-০ গোলে পিছিয়েও সাউদ্যাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৭০ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। ৬৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে চারে। চেলসি ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে। সম্ভাবত আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না চেলসির।

সর্বশেষ খবর