সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ক্ষুব্ধ জিদান

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে এখনো আলোচনা চলছে। অনেক ফুটবল বিশ্লেষকদের মতে রেফারি সহযোগিতা না করলে রিয়াল মাদ্রিদের সেমিফাইনালের সম্ভাবনা ভেস্তে যেত। জুভেন্টাস ৩-০ গোলে এগিয়ে থাকার অবস্থায় রেফারি রিয়ালের পক্ষে যে পেনাল্টি দেন তা বৈধ ছিল না। গোলরক্ষক বুফনকে লাল কার্ড দেখানোটা ছিল রীতিমতো অন্যায়। কেউ আবার বলেছেন ফল পাল্টানো যাবে না। কিন্তু পক্ষপাতিত্ব বাঁশি বাজানোর জন্য রেফারির বিরুদ্ধে তদন্ত করা হোক।

রিয়াল কোচ জিনেদিন জিদান এসব আলোচনায় ক্ষুব্ধ। তার কথা কিছু লোকের কাজই হচ্ছে শুধু সমালোচনা করা। ন্যায্য পেনাল্টি পেলাম তবু বিতর্ক উঠছে। আসলে ওরা চায় না রিয়াল চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা ধরে রাখুক। ঈর্ষাণিত হয়ে তারা এই পথ বেছে নিয়েছে। সামনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আমাদের সেমিফাইনাল। প্রতিপক্ষ হিসেবে নিঃসন্দেহে ওরা শক্তিশালী। এখন রিয়ালের মনোবল ভেঙে দিতে যা খুশি তাই সমালোচনা করছে। আমার বিশ্বাস এতে রিয়ালকে দমানো যাবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর