মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দেখা মিলবে কি নেইমারের

ক্রীড়া ডেস্ক

দেখা মিলবে কি নেইমারের

লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনাকে যেমন দ্বিতীয় সারির দল বলে দাবি করা যায় ব্রাজিল তেমনটা নয়। নেইমারকে ছাড়াও সিলেকাওরা দিন কয়েক আগে চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে। জয়টা ১-০ গোলের হলেও ব্রাজিলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণে। নেইমার দলে ফিরলে এই দলটার রূপ হবে পুরোপুরিই ভিন্ন। তখন যে কোনো দলের জন্যই ব্রাজিল হবে শতগুণে বেশি বিপজ্জনক। কিন্তু প্রশ্ন উঠেছে নেইমার কী জাতীয় দলে ফিরবেন বিশ্বকাপের আগে। ফিরলেও, তিনি কী সেই আগের ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবেন! গত ফেব্রুয়ারিতে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে খেলার সময় ডান পায়ে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর উড়ে চলে যান সুদূর ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে। সেখানেই সফল অস্ত্রোপচার হয় ব্রাজিলিয়ান তারকার। বার্সেলোনা থেকে রেকর্ড ট্র্যান্সফার ফিতে পিএসজিতে এসে ভালোই খেলছিলেন নেইমার। কিন্তু ইনজুরি বাধ সাধল নেইমারের অগ্রযাত্রায়। পিএসজি তো বটেই ইনজুরির কারণে ভয় পেয়ে গেলেন ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরাও। সময়মতো সুস্থ হবেন তো নেইমার! ব্রাজিলিয়ান টিভি চ্যানেল গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমার আরও এক মাস প্রয়োজন পুরোপুরি সুস্থ হতে। সবকিছুই ঠিক ঠাক চলছে।’ অবশ্য ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে দাবি করেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ফ্র্যাকচারটা সেরে উঠছে।’ নেইমারের দাবি, তিনি সুস্থ হয়ে ঠিক সময়েই ব্রাজিল দলে যোগ দিতে পারবেন। কিন্তু টিটের জন্য কঠিন হয়ে যাবে পুরনো রূপের নেইমারকে বিশ্বকাপ দলে পাওয়া। এক মাস পর মাঠে ফিরলে বিশ্বকাপ প্রস্তুতির জন্য সময় খুব কমই পাবেন ব্রাজিল তারকা। এত অল্প সময়ে কী নিজেকে শতভাগ ফিট করে তুলতে পারবেন নেইমার! তাছাড়া নেইমারকে নিয়ে কোনো রকমের বাজি ধরতে নিশ্চয়ই রাজি হবেন না কোচ টিটে। সেক্ষেত্রে নেইমারের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। এসব প্রশ্নের মধ্যেও ব্রাজিলিয়ানরা এখন আশা করছে, নেইমার সময়মতোই সুস্থ হয়ে উঠবেন। সর্বশেষ ২০০২ সালে বিশ্বজয়ীরা আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন দেখছে তা অনেকটাই নেইমারকে কেন্দ্র করে। কেন্দ্রই যদি ঠিক না হয়, তবে ব্রাজিলিয়ানদের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যেতে পারে।

সর্বশেষ খবর