মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চ্যাম্পিয়ন পিএসজি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন পিএসজি

গত মৌসুমে শক্তিশালী দল নিয়েও মোনাকোর সঙ্গে পারেনি পিএসজি। তবে ৮ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা জিতেছিলেন এমবাপ্পেরা। এবার মোনাকো থেকে এমবাপ্পে এবং বার্সেলোনা থেকে নেইমারকে দলে নিয়ে দল ভারি করেছিল পিএসজি। আগে থেকেই দলে ছিলেন এডিনসন কাভানি আর ডি মারিয়ারা। নেইমার ইনজুরিতে থাকলেও এমবাপ্পে আর কাভানিরা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন। ফলাফল, পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতে নিল পিএসজি। গত রবিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোকে ৭-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের এই ক্লাব। পিএসজির পক্ষে জিওভানি ও ডি মারিয়া দুটি করে গোল করেছেন। এছাড়াও এডিনসন কাভানি ও ড্র্যাক্সলার একটি করে গোল করেন। মোনাকোর কলম্বিয়ান তারকা ফ্যালকাও একটি আত্মঘাতী গোল করে দলের পরাজয়ের যন্ত্রণা আরও বাড়িয়ে দেন। মোনাকোর পক্ষে একটি গোল করেন রনি লোপেজ। দারুণ এ জয়ে ৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল পিএসজি। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো। ১৭ পয়েন্টে এগিয়ে থাকায় সামনের পাঁচ ম্যাচ হারলেও পিছিয়ে যাবে না পিএসজি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর