বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রেকর্ড গড়েই চলেছে বার্সা

ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়েই চলেছে বার্সা

বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে পারল না বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। হতাশায় নুইয়ে পড়া ক্লাবটির সমর্থকদের অবশ্য উল্লাস করার মুহূর্ত রয়েছে। দলটি লা লিগার শিরোপা জেতার পথে এগিয়ে গেছে কয়েক ধাপ। লিগের এখনো পাঁচ ম্যাচ বাকি। চ্যাম্পিয়ন হতে লিওনেল মেসিদের পয়েন্ট দরকার মাত্র ৬। যে ধারাবাহিকতায় খেলছেন মেসিরা, তাতে অতিপ্রাকৃতিক কোনো কিছু না ঘটলে বার্সেলোনার শিরোপা উৎসবে বাধা হতে পারবে না কোনো দল। পরশু রাতে বার্সেলোনা ২-২ গোলে ড্র করেছে সেল্টা ভিগোর সঙ্গে। এ ড্রয়ে অপেক্ষা বেড়েছে দলটির। কিন্তু এক মৌসুমে টানা অপরাজিত থাকার রেকর্ডটিকে আরও মজবুত করেছে। এখন পর্যন্ত চলতি মৌসুমে টানা ৩৩ ম্যাচে অপরাজিত রয়েছে কাতালান ক্লাবটি। ১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিদাদ টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল। আগের ম্যাচে ক্যাম্প নুইয়ে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে রিয়াল সোসিদাদের ৩৮ বছরের রেকর্ড স্পর্শ করেছিল বার্সেলোনা। সেল্টা ভিগোর বিপক্ষে মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস ও ইভান রাকিচিতকে মাঠের বাইরে রাখেন কোচ এরনেস্তো ভালভেরদে। তাতে হোঁচট খাওয়ার সম্ভাবনা জেগেছিল। বিরতির পর অবশ্য মেসিকে বদলি খেলোয়াড় হিসেবে নামিয়ে হারের হাত থেকে বেঁচে যায় বার্সেলোনা। ২-২ গোলে ড্রয়ে অবশ্য রেকর্ড আরও মজবুত হয়েছে। এখন পর্যন্ত দুই মৌসুম মিলিয়ে ৪০ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। ১৯৭৯ ও ১৯৮০ সালে ৩৮ ম্যাচে অপরাজিত ছিল রিয়াল সোসিদাদ। ম্যাচে বার্সা এগিয়ে যায় ওসমান ডেম্বেলের গোলে। বিরতির আগেই সমতায় ফেরে সেল্টা। ৭১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পাকো আলকাস। ৮২ মিনিটে সমতা আনেন সেল্টার ইয়াগো আসপাস। এর পরও গোলের সুযোগ সৃষ্টি করেছিল সেল্টা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। নিয়মিত পাঁচ ফুটবলারকে না খেলানোর ব্যাখ্যায় কোচ এরনেস্তো ভালভেরদে বলেন, ‘টানা ম্যাচ খেলে ক্লান্ত পাঁচ ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়। এ ম্যাচেই আমি সেটা উপযুক্ত মনে করেছি।’

সর্বশেষ খবর