বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রাজ্জাকের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

রাজ্জাকের ৬ উইকেট

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের দুই ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম। দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে দলটি। ঢাকায় প্রথম ইনিংসে উত্তরাঞ্চল করেছে ৪১৫ রান। অন্যদিকে রাজশাহীতে ৬ উইকেট শিকার করেছেন দক্ষিণাঞ্চলের বোলার আবদুর রাজ্জাক রাজ।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উত্তরাঞ্চল অলআউট হয়েছে ৪১৫ রানে। অধিনায়ক জহুরুল ইসলাম খেলেছেন ১১৩ রানের এক অনবদ্য ইনিংস। ১০১ রানের আরেকটি অসাধারণ ইনিংস খেলেছেন আরিফুল ইসলাম। ১৬৬ রানে ৫ উইকেট হারানোর পর বিপদে পড়েছিল উত্তরাঞ্চল। এরপরই জহুরুলের সঙ্গে জুটি গড়েন আরিফুল। ষষ্ঠ উইকেটে তাদের ১৮৪ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়। লোয়ার অর্ডারে দারুণ ব্যাটিং করেছেন তাইজুল ইসলাম। খেলেছেন ৩০ রানের দারুণ আরেকটি ইনিংস। এ ছাড়া শফিউলের ব্যাট থেকে এসেছে ১৭ রান। ৪ উইকেট নিয়েছেন পূর্বাঞ্চলের বোলার সোহাগ গাজী। পরে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের শুরুটাও হয়েছে দুর্দান্ত। বিনা উইকেটে ১১০ রান করেছে তারা। অপরাজিত হাফসেঞ্চুরি করেছেন ওপেনার লিটন দাস। খেলেছেন ৫২ রানের এক ইনিংস। আরেক ওপেনার তাসামুল ইসলাম হাফসেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে। দুই ওপেনারই কাল ২৭ ওভার ব্যাটিং করেছেন। এখন উত্তরাঞ্চলের চেয়ে ৩০৫ রানে পিছিয়ে পূর্বাঞ্চল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যাঞ্চল অলআউট হয়েছে ৩০২ রানে। গতকাল হাফসেঞ্চুরি করেছেন ইরফান শুকুর। দক্ষিণাঞ্চলের রাজ্জাক রাজ ১০৬ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। এ ছাড়া তিন উইকেট নিয়েছেন নাঈম হাসান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে দিন শেষে ৫০ রান। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছিল দলটি। এখনো ৬১ রানে পিছিয়ে দক্ষিণাঞ্চল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর