বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বায়ার্ন-রিয়ালের সেমির লড়াই

ক্রীড়া ডেস্ক

বায়ার্ন-রিয়ালের সেমির লড়াই

এল ক্ল্যাসিকোর লড়াই নিয়ে মাতামাতি কম হয় না। শত বছরের এই লড়াইটা ইউরোপিয়ান ফুটবলের ঐতিহ্যেই পরিণত হয়েছে। তবে ইউরোপিয়ান ফুটবলে বায়ার্ন-রিয়াল লড়াইটাও কম আকাঙ্ক্ষিত নয়। এ লড়াই দেখার জন্যও সমর্থকরা দিনক্ষণ গণনা করেন। প্রতিটা ম্যাচের পরই জয়-পরাজয়ের অঙ্ক কষতে বসে যান। আজও এমন অঙ্ক কষতে বসবেন সমর্থকরা। মিউনিখের অ্যালাইঞ্জ অ্যারিনায় বায়ার্ন মিউনিখের অতিথি হয়ে খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামছে দুই দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (কিংবা ইউরোপিয়ান কাপ) ১৯৭৫-৭৬ মৌসুম থেকেই দুই দলের দ্বৈরথ সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেবার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল খেলেছিল ব্যাভারিয়ানরা। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় মোট ২৪ বার দেখা হয়েছে দুই দলের। মজার ব্যাপার হলো, জয়-পরাজয়ের পরিসংখ্যানটা একেবারেই সমান্তরালে। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। বাকি দুটি ড্র। এমনকি গোলের সংখ্যায়ও আছে দারুণ সমঝোতা। রিয়াল মাদ্রিদের ৩৭ গোলের বিপরীতে বায়ার্ন মিউনিখ করেছে ৩৬ গোল। সবচেয়ে মজার ব্যাপার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ এই আসরে সেমিফাইনালেই দুই দলের দেখা হচ্ছে সপ্তমবারের মতো! দারুণ এই রেকর্ড নিয়েই আজ মাঠে নামছে বায়ার্ন-রিয়াল। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে কেবল রোনালদোর ওপর নির্ভর করলে হবে না। খেলতে হবে বাকিদেরও। লড়াইটা সবাইকে মিলেই শেষ করতে হবে। এমন বক্তব্য রেখেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তবে সত্যিটা হলো, রিয়াল মাদ্রিদ এখন পুরোপুরিই রোনালদোনির্ভর। মাঝে মধ্যে আসেনসিও কিংবা ইসকোরা জ্বলে উঠছেন। তবে রোনালদোই প্রধান। বিবিসি ত্রয়ীর মধ্যে কেবল তিনিই এখনো গোলের ধারায় আছেন। বেনজেমা আর বেলের পা থেকে কালেভদ্রে গোলের দেখা মেলে। এ অবস্থায় বায়ার্ন মিউনিখ সুযোগ নেওয়ার চিন্তা করছে। রিয়ালের দুর্বলতাকে কাজে লাগিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার আশা করছে জার্মান জায়ান্টরা।

সর্বশেষ খবর