শিরোনাম
বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
রাজ্জাকের ৫ উইকেট

সাদমান-মজিদের জোড়া সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

সাদমান-মজিদের জোড়া সেঞ্চুরি

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জোড়া সেঞ্চুরি করেছেন মধ্যাঞ্চলের দুই ব্যাটসম্যান আবদুল মজিদ ও সাদমান ইসলাম। দুই সেঞ্চুরিতে রানের পাহাড় উঠে যাচ্ছে তাদের দল। পূর্বাঞ্চলের বিরুদ্ধে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৪০৬ রান করেছে মধ্যাঞ্চল। অন্যদিকে, খুলনার আবু নাসের স্টেডিয়ামে বল হাতে ক্যারিশমা দেখিয়েছেন স্পিনার আবদুর রাজ্জাক। ৫৩ রানে নিয়েছেন ৫ উইকেট। রাজ্জাকের ঘূর্ণিতে দিশাহারা হয়ে উত্তরাঞ্চল অলআউট হয়ে গেছে মাত্র ১৮৭ রানেই। সর্বোচ্চ ৫৯ রান করেছেন সোহরাওয়ার্দী শুভ। এছাড়া ৫০ রান করেছেন নাজমুল ইসলাম শান্ত। বোলারদের দেখানো পথেকেই হাঁটছেন দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরাও। গতকাল ১ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে দক্ষিণাঞ্চল। হাফ সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস। দুজনেই অপরাজিত রয়েছেন। বিজয় ব্যাট করছেন ৫২ রানে এবং ৫১ রানে অপরাজিত ইমরুল।

রাজশাহীতে রানের বন্যা বইয়ে দিয়েছে মধ্যাঞ্চল। প্রথম দিনে পূর্বাঞ্চলের বোলারদের নিয়ে যেন রীতিমতো ছেলেখেলা করেছেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা। ১৫৯ রান করেছেন আবদুল মজিদ। ১১২ রান এসেছে সাদমানের ব্যাট থেকে। এছাড়া অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন শুভাগত হোম। পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের মধ্যে সোহাগ গাজী একাই নিয়েছেন তিন উইকেট। এছাড়া আবু জায়েদ পেয়েছেন এক উইকেট।

সর্বশেষ খবর