বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপে ভুয়া টিকিট!

বিশ্বকাপে ভুয়া টিকিট!

বিশ্বকাপে টিকিট জাল হতে পারে, এমন সতর্কবার্তা আগে থেকেই ছিল। টিকিট জাল তো বটেই, এমনকি কালো বাজারিদের ধরতে পারলেও কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। তারপরও বিশ্বকাপের টিকিট জাল ঠেকাতে পারছে না তারা। এরই মধ্যে ফুটবল সমর্থকদের সতর্ক করা হচ্ছে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া যেন অন্য কোথাও থেকে টিকিট ক্রয় করা না হয়। ফিফার এক মুখপত্র বলেছেন, ‘ফিফা মনে করে ভুয়া টিকিট বিক্রি একটি গুরুতর অপরাধ। ফুটবল সমর্থকদের কাছে আবেদন তারা যেন ফিফা ডট কম থেকেই কেবল টিকিট ক্রয় করেন।’ রাশিয়া বিশ্বকাপের টিকিট অন্য কোনো ওয়েবসাইট থেকে ক্রয় করলে এর দায় ফিফা নিবে না। এরই মধ্যে কয়েকটি ওয়েবসাইটকে চিহ্নিত করেছে ফিফা। এসব ওয়েবসাইটে নির্ধারিত মূল্যের চেয়ে বহুগুণ বেশি দামে টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর