মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সমস্যা ছিল না

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সমস্যা ছিল না

রিসার্ড হালসাল

আগাম কোনো ইঙ্গিত না দিয়ে হঠাত্ মাশরাফি, সাকিবদের হেড কোচের দায়িত্ব ছেড়েছিলেন চন্ডিকা হাতুরাসিংহে। হাতুরার সরে দাড়ানোর কয়েক মাস পরে তার দেখানো পথে হাটেন রিচার্ড হালসাল। হঠাত্ করেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। হালসাল ছিলেন টাইগারদের ফিল্ডিং কোচ। তার সরে দাড়ানোর পর ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন ছিল, দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ঝামেলার জন্যই তিনি পদত্যাগ করেছেন। বৈশাখের প্রচন্ড বৃষ্টি উপক্ষো করে হালসাল গতকাল বিসিবিতে এসেছিলেন। বিসিবি থেকে আনুষ্ঠানিক বিদায় নেন ইংলিশ কোচ। মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করেই জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্ধের জন্য তিনি পদত্যাগ করেননি। পরিবারের জন্য সড়ে দাড়িয়েছেন। এছাড়া তরুন ক্রিকেটার উঠে আসার প্রশংসাও করেছেন হালসাল।

হাতুরাসিংহের বিদায়ের পর শোনা গিয়েছিল, টাইগারদের হেড কোচ হবেন হালসাল। মানসিকভাবে প্রস্তুতও ছিলেন তিনি। কিন্তু হতে পারেননি। এরমধ্যেই শোনা গেল অনুশীলনে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার ঝামেলা চলছে। সবাইকে না জানিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দেন। গতকার বিসিবিতে দায়িত্ব ছাড়ার কারন হিসাবে জানান পরিবার, ‘আমার দায়িত্ব ছাড়ার কারন পারিবারিক। আন্তর্জাতিক ক্রিকেট অনেকটা সময় কেড়ে নেয়। পরিবার ছেড়ে দূরে থাকতে হয়। এজন্য চাকুরী ছেড়ে দিয়েছি। ঢাকায় এসেছি বিসিবিকে ধন্যবাদ জানাতে। আমার অবস্থানকালীণ সময়ে বোর্ড আমাকে অনেক সহায়তা করেছে।’ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্ধের বিষয়ে বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের অবশ্যই নিজস্ব মতামত আছে। আমি সবসময় চেষ্টা করেছি বাংলাদেশকে সেরাটা ঢেলে দিতে। সত্যি বলতে, সিয়ির কোনো ক্রিকেটারের সঙ্গে আমার কোনো দ্বন্ধ ছিল না।’

সর্বশেষ খবর