শিরোনাম
বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় ফাহিমা ঝড় ৫ রানে ৮ উইকেট!

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় ফাহিমা ঝড় ৫ রানে ৮ উইকেট!

দক্ষিণ আফ্রিকা সফরে চমক দিয়েই শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্টকে ৯০ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচে ৫ রানে ৮ উইকেট নিয়ে ম্যাজিক প্রদর্শন করেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। প্রতিপক্ষকে অল আউট করার পেছনে মূলত একাই ভূমিকা রাখেন ফাহিমা। ৮ উইকেট দখল করেছেন তিনি। ১০ ওভার বল করে  মাত্র ৫ রানের  বিনিময়ে নর্থ ওয়েস্টের আট ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ফাহিমা। তার করা ৫৬ বলেই কোনো রান নিতে পারেননি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। যা ক্রিকেটে বিরল ঘটনাই বলা যায়। ৫ জনকে শূন্য রানে আউট করেন তিনি। অন্য দুটি উইকেট নেন জাহানারা আলম ও খাদিজা-তুল-কোবরা।

বাংলাদেশের গড়া ২৭০ রানের জবাবে ১৮০ রানেই থেমে যায় স্বাগতিক দলের ইনিংস। দলের পক্ষে চার নম্বরে নেমে ৬৪ রান করেন এল রিসা ফুরি। তাজমিন ব্রিটসের ব্যাট থেকে আসে ৬২ রান। এর আগে অধিনায়ক রোমানা আহমেদ ও ফারজানা হকের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেট ২৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে ২৬৬ রান যোগ করেন দুজন। ১০ চারে ১৪৩ বলে ১০২ রান করেন ফারজান। ২০ চারে ১৪৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন রোমানা। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের কাছ থেকে উপহার পাওয়া ব্যাট দিয়েই সেঞ্চুরি করেন রোমানা। দক্ষিণ আফ্রিকায় ৫টি ওয়ান ডে এবং ৩টি টি-২০ খেলবে বাংলাদেশ। আগামীকাল পচেফস্ট্রুম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

সর্বশেষ খবর