বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

জামাল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

জামাল চ্যাম্পিয়ন

টানা দুই দুটি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে শিরোপার খুব কাছে গিয়েও জিততে পারেননি তারকা গলফার জামাল হোসেন মোল্লা। কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর ‘বিটিআই ওপেন’ এ রানারআপ হয়েছেন। তারপর দেশের মাটিতে এশিয়ান ট্যুরের চতুর্থ আসর বাংলাদেশ ওপেনে হয়েছেন চতুর্থ। তবে ঘরের কোর্সে অনুষ্ঠিত জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন এই তারকা গলফার। ১১ লাখ টাকার প্রাইজমানির এই টুর্নামেন্টে জামাল পারের চেয়ে ১৩ কম খেলেছেন। জামালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি অন্য কোনো গলফার। তাই তো রানারআপ হওয়া বাদল হোসেনের চেয়ে ১১ শট কম খেলেছেন তিনি। বাদল খেলেছেন ‘২ আন্ডার পার’। পারের চেয়ে ১ শট কম খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন দুলাল হোসেন, লিটন হাওলাদার ও মোহাম্মদ সাগর। অ্যামেচার গলফারদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন শফিক বাঘা।

গতকাল কুর্মিটোলা গলফ কাবে বিজয়ীদের মাঠে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদার। শিরোপা জয়ের পর জামাল মোল্লা বলেন, ‘বেশ কিছুদিন থেকেই আমি ভালো খেলছি। আর একটু ভালো করতে পারলে হয়তো বাংলাদেশ ওপেনের শিরোপাও জিততে পারতাম। তারপরও জেমকন প্রফেশনাল গলফে চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।’ জেমকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটির আয়োজন করে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর