শনিবার, ১৯ মে, ২০১৮ ০০:০০ টা

ব্রিটিশ জাদুঘরে সালাহর বুট

ক্রীড়া ডেস্ক

ব্রিটিশ জাদুঘরে সালাহর বুট

ব্রিটিশ জাদুঘরে শোভা পাচ্ছে মিসরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর বুট —সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে বাকি নেই বেশি দিন। মাত্র ২৬ দিন পর মাঠে গড়াবে এই গ্রহের সবচেয়ে চিত্তাকর্ষক আসর ‘বিশ্বকাপ’ ফুটবল। মিসরের জার্সি গায়ে মাঠ মাতাবেন লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ফুটবল মহাযজ্ঞে নামার আগে ২৬ মে ইউরো সেরা ক্লাবের মর্যাদার লড়াইয়ে নামবেন মিসরিয়ান এই তারকা। দু-দুটি ফুটবল যজ্ঞে নামার আগে সালাহকে সম্মানিত করল ব্রিটিশ জাদুঘর। জাদুঘর কর্তৃপক্ষ লিভারপুলের তারকা ফুটবলারের বুট জোড়াকে জায়গা দিয়েছেন তাদের কাচঘেরা শোকেসে। বুট জোড়া রাখা হয়েছে জাদুঘরে সুপ্রাচীন ফারাওদের মূর্তি ও তাদের নানা প্রত্নতত্ত্বের পাশে।

সালাহ এই প্রথম লিভারপুলে খেলছেন। অভিষেক মৌসুমেই দুর্দান্ত খেলে মন জয় করেছেন ফুটবলপ্রেমীদের। তার চোখ ধাঁধানো নৈপুণ্যে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নাম লিখিয়েছে লিভারপুল। লিভারপুল ভক্তরা তাই আদর করে সালাহকে ডাকেন ‘মিসরীয় রাজা’। চলতি মৌসুমে অল রেডদের জার্সি গায়ে জড়িয়ে ৩৮ ম্যাচের লিগ মৌসুমে রেকর্ড ৩২ গোল করেছেন। যে বুট জোড়াটি পরে তিনি গোলের বন্যায় ভাসিয়েছেন, সেটাকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ২৪ মে। ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনাল খেলবেন সালাহ। ফাইনালে সালাহর লিভারপুলের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। সালাহর বুট জোড়া তৈরি করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

সর্বশেষ খবর