সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

ফেবারিট আবাহনীর সামনে জিমির মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

ফেবারিট আবাহনীর সামনে জিমির মোহামেডান

ঘরোয়া হকির অন্যতম শক্তিশালী দল পুরান ঢাকার ঊষা ক্রীড়া চক্র খেলছে না। ধারণা করা হচ্ছিল তাদের ছাড়া খেলার প্রাণ থাকবে না। না, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার লিগ ঠিকই জমে উঠেছে। তারকানির্ভর দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স ও তৃতীয় স্থানে থাকা আবাহনী। মৌসুমের প্রথম ট্রফি ক্লাব কাপ জিতেছে আবাহনী। দুই দলের তুলনায় শক্তিতে বেশ পিছিয়ে হকির আরেক জায়ান্ট ঐতিহ্যবাহী মোহামেডান। বলা যায় রাসেল মাহমুদ জিমি ছাড়া দলে সেই মানের কোনো খেলোয়াড় নেই। তারপরও মোহামেডান খেলছে মোহামেডান রূপই। ভারতীয় খেলোয়াড়রা আসাতে শক্তির কিছুটা ব্যালেন্সড হয়েছে। মেরিনার্স ও আবাহনীর পাশাপাশি একের পর এক জয় পেয়ে যাচ্ছে সাদা-কালোরাও। মাঠের পারম্যান্স দেখে মনেই হচ্ছে না মোহামেডানের শক্তি হ্রাস পেয়েছে। প্রতিপক্ষদের গোল উৎসবে ভাসিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে আছে। সমান তালে এগিয়ে চলেছে তিন দল। তবে এটাও ঠিক দুর্বল প্রতিপক্ষ হওয়ার তিন দলকে কঠিন পরীক্ষায় পড়তে হয়নি।

আজই লিগের প্রথম বড় ম্যাচ। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের লড়াই। বিকাল সাড়ে ৪টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। শক্তির বিচারে ম্যাচে পরিষ্কার ফেবারিট আবাহনী। কিন্তু প্রতিপক্ষ যখন মোহামেডান তখন সমীকরণ আলাদা। সাদা-কালোদের যত হালকা মনে হয়েছিল মাঠে লড়াইয়ে আবার ভিন্ন চেহারা দেখা যাচ্ছে। প্রতিটি ম্যাচে জিমি তার যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। একাই পাঁচটি হ্যাটট্রিক করেছেন। ভারতীয়রা ছাড়াও জুনিয়রদের স্ট্রিক ওয়ার্ক চোখে পড়ার মতো।

আবাহনীতে তারকার ছড়াছড়ি। ক্লাব কাপ জিতে শক্তির প্রমাণ দিয়েছেন। তরুণ আশরাফুলও একের পর এক হ্যাটট্রিক করছেন। বিদেশিরা বেশ মানিয়ে নিয়েছে। তাহলে আজকের ম্যাচে জিতবে কে? আবাহনী না মেহামেডান? নাকি দুদল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়বে।

সর্বশেষ খবর