শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

রিয়ালের দুর্বলতা খুঁজছেন ক্লপ

ক্রীড়া ডেস্ক

প্রায় ১২ বছর আগে ২০০৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল লিভারপুল। আগামীকাল ইউক্রেনের রাজধানী কিয়েভে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। লিভারপুলের প্রতিপক্ষ হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা রিয়াল মাদ্রিদ। গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল এবারও ফেবারিট। তবে শিরোপা জিততে চাইছে লিভারপুল। দলটির অন্যতম ভরসা মোহাম্মদ সালাহ ফাইনাল খেলবেন রোজা রেখে। দলটির কোচ জার্গেন ক্লপ তাতে বাঁধা দিচ্ছেন না। তবে শিরোপা জিততে মরিয়া ক্লপ অবশ্য প্রতিপক্ষ রিয়ালের কোনো দুর্বলতা খুঁজে পাচ্ছেন না। চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এবার শিরোপা জিতলে হ্যাটট্রিক শিরোপা জেতার স্বাদ নিবে। এর আগে অবশ্য বায়ার্ন মিউনিখ ও  অ্যাজাক্স আমস্টার্ডাম হ্যাটট্রিক শিরোপা জিতেছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও রিয়াল।

ফাইনালে অনেকেই রিয়ালকে ফেবারিট মানছেন। ব্রিটিশ পত্রিকার ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে লিভারপুল কোচ ক্লপ বলেন, রিয়াল মাদ্রিদ টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ফের ফাইনাল খেলবে। বায়ার্ন মিউনিখ ভেবেছিল সেমি ফাইনালের দুই লেগে তারা তুলনামূলক ভালো দল ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন দলটা ভালো হলো? দুটি গোল করতে রিয়ালের চারটি সুযোগ প্রয়োজন। বায়ার্নের একটি গোল করতে লাগে আটটি সুযোগ। রিয়াল আগাগোড়া অভিজ্ঞ, কোনো দুর্বলতা নেই।’

সর্বশেষ খবর