রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

অনুপ্রেরণা জোগাবে যে স্লোগান

ক্রীড়া ডেস্ক

অনুপ্রেরণা জোগাবে যে স্লোগান

বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে চায় জার্মানি। ইতালিতে চারবারের চ্যাম্পিয়নরা অনুশীলন করে রাশিয়া যাওয়ার আগে নিজেদের ঝালাই করে নিচ্ছেন —এএফপি

‘চল্ চল্ চল্’ রণসংগীত শুনলে বাংলাদেশের মানুষের হৃদয়ে অভূতপূর্ব বল আসে। সামনে যাওয়ার প্রত্যয় জাগে মনে। দৃঢ় হয় প্রতিটি পদক্ষেপ। সামনেই রাশিয়া বিশ্বকাপ। প্রতিটি দলের জন্য এ বিশ্বকাপ একটি রণক্ষেত্রের চেয়ে কম নয়। সোনার হরিণের জন্য ফুটবল নিয়ে যুদ্ধ। এ লড়াইয়ে কে জিতবে, বলা কঠিন। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স আর স্পেনের মধ্যেই মূল লড়াইটা দেখছেন ফুটবলবোদ্ধারা। তবে নতুন কেউ এসে বাজিমাত করতে পারে, এ সম্ভাবনাও

উড়িয়ে দেওয়া যায় না। জয়-পরাজয় থাকবেই। তার পরও সবাই লড়বে নিজেদের সেরাটা দিয়ে। প্রতিটি দলকেই উদ্বুদ্ধ করতে, লড়াইয়ের ময়দানে নিজেদের উজাড় করে দিতে একটি করে স্লোগান ঠিক করে দিল ফিফা। ভোটের মাধ্যমে নিজ নিজ দলের স্লোগান মূলত ঠিক করেছেন সমর্থকরা। ফিফার ওয়েবসাইটে ভোটাভুটিতে ঠিক হয়েছে এ স্লোগান। তিনটি বিকল্প থেকে সমর্থকরা বেছে নিয়েছেন সেরাটা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের স্লোগান ‘মোর দ্যান ফাইভ স্টারস, টু হানড্রেড মিলিয়ন হার্টস’। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির স্লোগান ‘লেটস রাইট হিস্টরি টুগেদার’। লিওনেল মেসিরা বিশ্বকাপে খেলবেন ‘টুগেদার ফর এ ড্রিম’ স্লোগান সামনে রেখে।

এ ছাড়া সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের স্লোগান ‘দ্য সান শাইন ইন রাশিয়া, দ্য স্কাই ইজ অল লাইট ব্লু’। ফ্রান্সের স্লোগান ‘ইয়োর স্ট্রেন্থ, আউর প্যাসন! কাম অন লা ব্লুজ!’ স্পেনের ‘টুগেদার উই আর ইনভিনসিবল’ এবং ইংল্যান্ডের ‘সেন্ড আস ভিক্টরিয়াস’। প্রতিটি দলেরই এমন স্লোগান রয়েছে বিশ্বকাপে। এ স্লোগানগুলো টিম বাসে লেখা থাকবে রাশিয়া বিশ্বকাপ চলাকালে।

 

৩২ দলের ৩২ স্লোগান

ব্রাজিল

মোর দ্যান ফাইভ স্টারস, টু হানড্রেড মিলিয়ন হার্টস

জার্মানি

লেটস রাইট হিস্টরি টুগেদার

ফ্রান্স

ইয়োর স্ট্রেন্থ, আউর প্যাসন! কাম অন লা ব্লুজ!

স্পেন

টুগেদার উই আর ইনভিনসিবল

উরুগুয়ে

দ্য সান শাইন ইন রাশিয়া, দ্য স্কাই ইজ অল লাইট ব্লু

ইংল্যান্ড

সেন্ড আস ভিক্টরিয়াস

বেলজিয়াম

রেড ডেভিলস অন এ মিশন

দক্ষিণ কোরিয়া

টাইগারস অব এশিয়া, কনকোয়ার দ্য ওয়ার্ল্ড

পর্তুগাল

দ্য পাস্ট ইজ গ্লোরি, দ্য প্রেজেন্ট ইজ হিস্টরি

কলম্বিয়া

হিয়ার গোজ ওয়ান ড্রিম, থ্রি কালারস অ্যান্ড ৫০ মিলিয়ন হার্টস

সুইজারল্যান্ড

ফোর ল্যাঙ্গুয়েজেস, ওয়ান ন্যাশন

পোল্যান্ড

গো পোল্যান্ড!

পেরু

উই আর ব্যাক! ৩০ মিলিয়ন পেরুভিয়ান আর ট্র্যাভেলিং হিয়ার

আইসল্যান্ড

লেটস মেক আউর ড্রিম কাম ট্রু

ডেনমার্ক

টুগেদার উই মেক হিস্টরি

ক্রোয়েশিয়া

স্মল কান্ট্রি, বিগ ড্রিম

কোস্টারিকা

দেয়ার ইজ নো ইমপসিবল হোয়েন এ হোল কান্ট্রি প্লে

মিসর

হোয়েন ইউ সে ফারাওস, দ্য ওয়ার্ল্ড মাস্ট গেটআপ অ্যান্ড লিসেন

তিউনিসিয়া

রাশিয়া হিয়ার কামস দি ঈগলস হ্যান্ড ইন হ্যান্ড প্লেয়ারস অ্যান্ড ফ্যানস

সুইডেন

টুগেদার ফর সুইডেন

মেক্সিকো

মেইড ইন মেক্সিকো, মেইড ফর ভিক্টরি

ইরান

৮০ মিলিয়ন পিপল, ওয়ান ন্যাশন, ওয়ান হার্টবিট

অস্ট্রেলিয়া

বে ব্রেভ, বে বোল্ড, সকারুজ ইন গ্রিন অ্যান্ড গোল্ড

জাপান

ফাইটিং নাউ সামুরাই ব্লু!

আর্জেন্টিনা

টুগেদার ফর এ ড্রিম

সার্বিয়া

ওয়ান টিম, ওয়ান ড্রিম-সার্বিয়া!

সেনেগাল

ইমপসিবল ইজ নট সেনেগালিজ

সৌদি আরব

ডেজার্ট নাইটস

রাশিয়া

প্লে উইথ এন ওপেন হার্ট

নাইজেরিয়া

দ্য উইংস অব আফ্রিকান প্রাইড

মরক্কো

দি অ্যাটলাস লায়নস, প্রাইড অব মরক্কো

পানামা

পানামা দ্য ফোর্স অব টু সিজ

সর্বশেষ খবর