রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

আইপিএলের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের ফাইনাল আজ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলের ফাইনালে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রোটিয়ার তারকা ফাফ ডু প্লেসিসের অনবদ্য ব্যাটিংয়ে জিতে যায় চেন্নাই। তারপর থেকেই মুম্বাইয়ে ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন ধোনিরা। তবে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয়টিতে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে সাকিবরা। মুম্বাই থেকে কলকাতা আবার মুম্বাই—ভ্রমণের কিছু ক্লান্তি তো হায়দরাবাদের ক্রিকেটারদের মধ্যে থাকবেই। তবে শেষ ম্যাচে নাইটদের সঙ্গে জিতে বেশ উজ্জীবিত অরেঞ্জ আর্মিরা। তাই আজকের ম্যাচে চেন্নাই যতই চনমনে থেকে নামুক না কেন এগিয়ে থাকবে হায়দরাবাদই।

ব্যাটিংয়ের শক্তিমত্ত্বার কথা চিন্তা করে দুই দলই সমান লেবেলে। তবে বোলিংয়ের কথা চিন্তা করলে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে সানরাইজার্স। সাকিব ও রশিদ খানই এগিয়ে রেখেছে হায়দরাবাদকে। আগের ম্যাচেই দুই বিদেশি তারকাই জিতিয়ে দিয়েছে। দুই তারকাই ব্যাটে বলে দুর্দান্ত দাপট দেখিয়েছেন। রশিদ খান হয়েছিলেন ম্যাচসেরা। আর সাকিব পেয়েছেন ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। তাই এই তারকাই এগিয়ে রেখেছেন হায়দরাবাদকে। তারপরও টি-২০ ম্যাচ বলেই কোনো ভবিষ্যদ্বাণী খাটে না। কারণ এক ওভার এমনকি এক বলেও বদলে যায় ম্যাচের ভাগ্য। ফাইনালে ভাগ্য যে কার পক্ষ নেয় সেটাই এখন দেখার বিষয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর