সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

হ্যাটট্রিক শিরোপা জয়ে উচ্ছ্বসিত জিদান

ক্রীড়া ডেস্ক

হ্যাটট্রিক শিরোপা জয়ে উচ্ছ্বসিত জিদান

ফুটবল ক্যারিয়ারে ফ্রান্সকে উপহার দিয়েছেন বিশ্বকাপ। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ। এবার জিতলেন কোচ হয়ে। কোচ হিসেবে এবারই প্রথম জিতলেন শিরোপা, সেটা নয়। হ্যাটট্রিক শিরোপা জিতে বিরল কৃতিত্ব গড়েছেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগে নবম শিরোপা জিতেছেন জিনেদিন জিদান। শনিবার রাতে কিয়েভে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে অবিশ্বাস্য জয়ের পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছেন জিদান। হ্যাটট্রিক শিরোপা জেতার পর জিদান জানিয়েছেন, তার শিষ্যরা এখনো বুঝতে পারছেন না, তারা কি অর্জন করেছেন।      

লা লিগায় তৃতীয় হয়েছে রিয়াল। কোপা ডেল রে শিরোপাও জিততে পারেনি। দুই দুটি শিরোপা জিততে না পারায় সমালোচনার তীর্যকবাণে জর্জরিত হচ্ছিলেন জিদান। ফুটবল বিশেষজ্ঞদের অনেকে আবার তার অন্ধকার ভবিষ্যতও দেখে ফেলেছিলেন। কিন্তু হিমালয় দৃঢ়তার জিদান জানতেন তার কর্তব্য। ৪৭ বছর বয়স্ক জিদান শুধু একজন ভালো ফুটবলারই ছিলেন না, তিনি একজন ভালো ট্যাকটিশিয়ানও-সেটার প্রমাণ দিলেন ফাইনালে। সার্জিও র‌্যামোসকে দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন লিভারপুলের মূল ভরসা মোহাম্মদ সালাহকে। সালাহকে মাঠের বাইরে ফেরত পাঠানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। শুধু তাই নয় ভালো খেলতে থাকা ইসকোর পরিবর্তে হঠাৎ মাঠে নামান গ্যারেথ বেলকে। বেলই ম্যাচের ব্যবধান গড়েন দুই দুটি দুর্দান্ত গোল দিয়ে। ম্যাচে প্রথমে করিম বেনজামার গোলে এগিয়ে যায় রিয়াল। লিভারপুল সমতায় ফিরে সাদিও মানের গোলে। এরপর শুধুই বেলের কীর্তি। দুই দুটি দুর্দান্ত গোল করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ১৩ নম্বর শিরোপা উপহার দেন। আধুনিক যুগে টানা তিন শিরোপা জিতে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদ। তিন শিরোপাই দলটি জিতেছে জিদানের কোচিংয়ে। ২০১৬ সালে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হন জিদান। এরপর তিনটি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে রিয়াল এবং শিরোপা জিতেছে সবগুলোর। হ্যাটট্রিক শিরোপা জেতার পর উচ্ছ্বসিত জিদান বলেন, ‘আমার খুব ভালো লাগছে। রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা দারুণ কিছু। এটা অবিশ্বাস্য অনুভূতি। কি অর্জন করেছি, এখনো সেটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি আমরা।’

নিজের ছেলেকে খেলানো নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে শীতল লড়াই চলছে জিদানের। লা লিগাও কোপা ডেল রে জিততে না পারায় এমনিতে চাপে ছিলেন তিনি। যদি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে না পারতেন, তাহলে হয়তো ক্লাবে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। তাই বাড়তি মনোযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগের প্রতি। ইউরো সেরা ক্লাবের মুকুট ধরে রাখায় দারুণ উত্ফুল্ল জিদান, ‘এটাই রিয়ালের স্ট্যাটাস। এটি একটি কিংবদন্তিতুল্য ক্লাব। রিয়াল এমন একটি ক্লাব যারা ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। অবশ্যই, এই ইতিহাসের অংশ হতে পেরে আমি খুবই খুশি।’ খুশি গেলের দুর্দান্ত গোলে, ‘বেলের গোলটি ছিল খুবই চমৎকার। তাকে অভিনন্দন।’

১৯৯৮ সালে ফ্রান্সকে উপহার দিয়েছেন বিশ্বকাপ। এরপর রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। এবার হ্যাটট্রিক শিরোপা জিতলে কোচ হয়ে। এমন সাফল্যে উত্ফুল্ল না হয়ে যায় কোথায়।

সর্বশেষ খবর