বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

জার্মানিকে হারাতে চায় সবাই : লো

এবারের আসরে জার্মান কোচ প্রতিপক্ষ হিসেবে গুনছেন চার দলকে, ‘ফ্রান্স অনেক এগিয়েছে। স্পেনেরও উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনারও।

ক্রীড়া ডেস্ক

জার্মানিকে হারাতে চায় সবাই : লো

চ্যাম্পিয়ন হলেই ব্রাজিলের সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করবে জার্মানি। সেই লক্ষ্যেই দলটি গতকাল রাশিয়ায় পৌঁছেছে —এএফপি

সহযোগী ছিলেন জার্গেন ক্লিন্সম্যানের। সহকারী থেকে দলের নাড়ি-নক্ষত্র সবই জেনেছেন। এরপর তিনি জার্মানি দলের হেড কোচ হয়ে বাজিমাত করেছেন। ২০১৪ সালে ব্রাজিলের মাটি থেকে জিতে আনেন বিশ্বকাপ ট্রফি। অবিশ্বাস্য গতিশীল ফুটবল খেলে জিতে নেয় চতুর্থ শিরোপা। রাশিয়া বিশ্বকাপেও এবার অন্যতম ফেবারিট। দলটির কোচ জোয়াকিম লো জানেন, তার জার্মানি এবারও ফেবারিট। তারপরও ব্রাজিল, আর্জেন্টিনাসহ অপরাপর দলগুলোর টার্গেট জার্মানিকে হারানো।  

লো-র কোচিংয়ে জার্মানির সাফল্য ব্যাপক। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন, ২০১৬ সালে ইউরো সেমিফাইনাল এবং ২০১৭ সালে কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার খেলবে ‘এফ’ গ্রুপে। ১৭ জুন মেক্সিকো ম্যাচ দিয়ে শুরু হবে দলটির বিশ্বকাপ মিশন। গ্রুপের বাকি দুদল সুইডেন ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ থেকে দলটির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। দলের কোচ লো বিশ্বকাপ প্রসঙ্গে বলেন, ‘আপনি যদি বিশ্বচ্যাম্পিয়ন এবং কনফেডারেশন্স কাপ জয়ী হন, এছাড়া ৩/৪ বছর ধরে র‌্যাঙ্কিংয়ের প্রথম তিনের মধ্যে থাকেন, তাহলে অপরাপর দলগুলো সব সময়ই চাইবে আপনাকে হারাতে। সত্যি বলতে, সব দলের আলাদা টার্গেট থাকে বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর।’

জার্মানি বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। দলটি চ্যাম্পিয়ন হয় ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে। এবার যদি জোয়াকিম লো শিরোপা জিততে পারেন, তাহলে নাম লেখাবেন ইতালির দুই দুবার ভিত্তোরিও পোজ্জোর পাশে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে পোজ্জোর কোচিংয়ে ইতালি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত পোজ্জোই টানা দুটি বিশ্বকাপের শিরোপা জিতেছেন। এবারের আসরে জার্মান কোচ প্রতিপক্ষ হিসেবে গুনছেন চার দলকে, ‘ফ্রান্স অনেক এগিয়েছে। স্পেনেরও উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনারও। এসব শক্তিশালী প্রতিপক্ষের ভিড়ে যদি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি, সেটা হবে অনেক অর্থবহ। ঐতিহাসিকও হবে।’

সর্বশেষ খবর