বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

নেইমার এখন শতভাগ সুস্থ

ক্রীড়া ডেস্ক

নেইমার এখন শতভাগ সুস্থ

অনুশীলনে নেইমারকে ঘিরে ধরে রেখেছে ভক্তরা

হেক্সা জয়ের মিশনে ব্রাজিল এখন রাশিয়ায়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য ঘাঁটি গেড়েছে ব্রোনিিস্ক শহরে। মস্কোয় পা রেখে গতকালই প্রথম অনুশীলনে নামলেন নোইমার, গাব্রিয়েল জেসুস, কুটিনহো, অ্যালেক্সিস, ফিরমিনহোরা। প্রিয় ফুটবলারদের এক নজর দেখতে, অনুশীলন ইয়ুগ জাগ মাঠে উপস্থিত ছিলেন প্রায় ৫ হাজার ফুটবলপ্রেমী। সমর্থকদের উপস্থিতিতে নেইমাররা অনুশীলন করেন। অনুশীলন শেষে গোলরক্ষক অ্যালিসন মিডিয়ার মুখোমুখিতে জানান, নেইমার এখন পুরোপুরি সুস্থ। ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগে পায়ে ব্যথা পেয়েছিলেন নেইমার। এরপর আড়াইমাস ছিলেন মাঠের বাইরে। সুস্থ হয়ে ফিরেই মাঠে ফিরে গোল করেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ী ম্যাচে একটি গোল করেন। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে দুরন্ত ফুটবল খেলে ব্রাজিল। সেদিনও গোল করেন নেইমার। নেইমারকে কেন্দ্র করেই কোচ তিতে তার রণকৌশল সাজিয়েছেন বিশ্বকাপ জিততে। গতকাল অনুশীলন শেষে গোলরক্ষক অ্যালিসন বলেন, ‘নেইমার অসাধারণ খেলছেন। ঈশ্বরকে ধন্যবাদ এজন্য। যেভাবে তার সুস্থতা ফিরে পাওয়ার প্রক্রিয়া চলেছে, সেটা ঠিক ছিল। এখন নেইমার পুরোপুরি সুস্থ।’ 

সেলেকাওদের আরেক তারকা কুটিনহোর ২৬তম জন্মদিন ঘটা করে পালন করা হয় অনুশীলনে। অনুশীলনে ব্রোনিিস্কর  সৌন্দর্যের প্রশংসা করেন অ্যালিসন, ‘ব্রোনিিস্কর সৌন্দর্যে আমরা মুগ্ধ।’ মূল মঞ্চে ব্রাজিলের প্রথম খেলা ১৭ জুন, প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বাকি দুই দল কোস্টারিকা ও সার্বিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর