বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপের যত রেকর্ড

*  মিনিটের হিসেবে সবচেয়ে বেশি খেলেছেন  ইতালির পাওলো মালদিনি। ১৯৯০ থেকে ২০০২ পর্যন্ত চার বিশ্বকাপে মাঠে দৌড়েছেন ২ হাজার ২১৭ মিনিট।

* কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ হেলমেট। ১৯৬৬ থেকে ১৯৭৮ পর্যন্ত পশ্চিম জার্মানির হয়ে ২৫টি ম্যাচের ডাক আউটে দাঁড়িয়েছিলেন তিনি।

* সর্বোচ্চ ফাইনাল খেলা ফুটবলার ব্রাজিলের কাফু। ফাইনাল খেলেছিলেন ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে।

* বয়স্ক ফুটবলার কলম্বিয়ার ফ্যারিড মন ড্রাগন। ২০১৪ বিশ্বকাপে জাপানের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪৩ বছর ৩ দিন।

*  কনিষ্ঠতম ফুটবলার নর্দান আয়ারল্যান্ডের নরম্যাল হোয়াইন সাইড। ১৯৮২ বিশ্বকাপে যুগোশ্লাভিয়ার বিপক্ষে মাঠে নামার পর তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন।

 *  কনিষ্ঠতম গোলদাতা পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ১৭ বছর ৭ মাস ২৭ দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর