মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব চ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচে হার

ক্রীড়া ডেস্ক

 বিশ্ব চ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচে হার

রাশিয়া বিশ্বকাপে বড় অঘটন ঘটাল মেক্সিকো। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্ব ফুটবলে বিস্ময়ের জন্ম দিয়েছে দেশটি —এএফপি

শক্তির বিচারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জয় দিয়েই এবার মিশন শুরু করার কথা। কিন্তু ফেবারিট জার্মানি পারেনি। এফ গ্রুপের প্রথম ম্যাচেই তারা ১-০ গোলে অপেক্ষাকৃত দুর্বল দল মেক্সিকোর কাছে হেরে গেছে। এই হারে জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখনো টিকে আছে। তবে কঠিন পরীক্ষা দিতে হবে। কেননা বাকি দুই ম্যাচে সুইডেন ও দক্ষিণ কোরিয়াকে হারাতেই হবে। তারপরও শেষ ষোল নিশ্চিত হবে বলা যায় না। হয়তো গোল পার্থক্যের প্রয়োজন পড়তে পারে। হার দিয়ে চ্যাম্পিয়নদের শুরু নতুন কিছু নয়। ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুবার বিশ্ব জয় করে ইতালি। ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে তারা সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে যায়। ১৯৭৮ সালে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরের বিশ্বকাপে স্পেনে উদ্বোধনী ম্যাচে তারা বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে যায়। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। ১৯৯০ ইতালি বিশ্বকাপে চ্যাম্পিয়নদের একই ঘটনার পুনরাবৃত্তি। আফ্রিকার প্রতিনিধি ক্যামেরুনের কাছে ১-০ গোলে হার মানে জার্মানি। ১৯৯৮ সালে ফ্রান্স দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের আয়োজন করে। ফাইনালে ব্রাজিলকে বিধ্বস্ত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় ফরাসিরা। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে ফ্রান্স ১-০ গোলে হেরে যায় সেনেগালের কাছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে স্পেন ১-৫ গোলে হেরে যায় নেদারল্যান্ডসের কাছে। কোনো বিশ্বজয়ীদের উদ্বোধনী ম্যাচে এটিই বড় ব্যবধানে হার।

সর্বশেষ খবর