বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮ ০০:০০ টা

ফ্যাশন নয়, ব্রাজিলিয়ানরা দেখতে চায় নেইমার জাদু

ক্রীড়া প্রতিবেদক

ফ্যাশন নয়, ব্রাজিলিয়ানরা দেখতে চায় নেইমার জাদু

ব্রাজিলের জনপ্রিয় গ্লোবো টিভির তিন সাংবাদিক বাংলাদেশে এসেছেন। দেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এদেশের ব্রাজিল সমর্থকদের উন্মাদনা দেখছেন। নেইমারদের খেলার দিন ভক্তরা মুখে হলুদ-সবুজ রং মাখছেন। ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করে মানুষ মারামারি করছে। ১৬ হাজার কিলোমিটার দূরের দুটি দেশের মানুষের এমন উন্মাদনা দেখে রীতিমতো অবাক সাংবাদিক ক্লেটন কোনজারভানি। তার কাছে সবচেয়ে অবাক লেগেছে বাংলাদেশের মানুষের এমন পাগলামি দেখে। গতকাল গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে ক্লেটন বলেন, ‘বিশ্বকাপের সময় ব্রাজিলের জনপ্রিয়তা দেখার জন্য এর আগে অনেক দেশে গিয়েছি আমরা। আফ্রিকার দেশ সেনেগালেও দেখেছি অনেক ব্রাজিলভক্ত। কিন্তু বাংলাদেশের উন্মাদনাটা অন্যরকম। আমি অভীভূত। এবার বিশ্বকাপে আলোচিত হচ্ছে নেইমারের অদ্ভুত রকমের চুলের কাটিং দেখে। ব্রাজিলিয়ান সাংবাদিকরা বলেন, ‘ব্রাজিলের ভক্তরা নেইমারের ফ্যাশন দেখতে চায় না, তারা দেখতে চায় নেইমারের চায়ের জাদু।’

সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাইয়ারা দে অলিভিয়েরা জানান, বাংলাদেশের ফুটবল উন্নয়নে ব্রাজিল সহযোগিতা করতে চায়।     বিশ্বকাপের পর তিনি চেষ্টা করবেন সাবেক তারকা ফুটবলার জিকোকে ঢাকা আনার।

সর্বশেষ খবর