রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

ইংল্যান্ড-পানামা মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ভিজ্ঞ খেলোয়াড় ছাড়া কেউ ইংল্যান্ডের অধিনায়ক হবেন তা ভাবাই যায় না। এবার তরুণ হ্যারিকেইনকে অধিনায়ক করে চমকই দেখিয়েছে তারা। বাবা আইরিশ বংশোদ্ভূত। তাই রিপাবলিক অব আইসল্যান্ডের হয়ে খেলার ডাক এসেছিল তার। কিন্তু হ্যারিকেইনের স্বপ্ন ছিল ইংল্যান্ডের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামার। ২০১৫ সালে সেই স্বপ্নও পূরণ হয়। অভিষেকটাও দারুণ হয়েছিল তার। রুনির বদলি হিসেবে নেমে ৮০ সেকেন্ডের লিথুয়ানিয়ার বিপক্ষে গোল করে ফুটবল বিশ্বে আলোড়ন তোলেন এই তরুণ। যোগ্যতায় বিশ্বকাপে ইংল্যান্ডের আর্মব্যান্ড পরেছেন হ্যারিকেইন। প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলেও কেইনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাই জোড়া গোলে ইংলিশরা পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। দুইটি গোলই ছিল দেখার মতো। যোগ্য নেতৃত্বে সব গুণাবলী ফুটে উঠেছিল তার ভিতর। আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ পানামা।

যারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। দুর্বল প্রতিপক্ষ হলেও পানামাকে হেয় চোখে দেখছেন না ইংলিশ কোচ গ্যারেথ সাউথ গেট।

সর্বশেষ খবর