রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

লাবণী পয়েন্টে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের বৃহৎ সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে বড় পর্দায় হাজার হাজার দর্শনার্থীরা বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করছেন। রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার পর থেকেই দর্শনার্থীদের জন্য এ আয়োজন করে জেলা প্রশাসনের পক্ষে বীচ ম্যানেজম্যান্ট কমিটি। দর্শনার্থীরা রাতে সমুদ্র বিলাসের পাশাপাশি বড় পর্দায় বিশ্বকাপ খেলা উপভোগ করছেন। গত শুক্রবার রাতে ব্রাজিল বনাম বেলজিয়ামের মধ্যকার ফুটবল খেলা উপভোগ করেন কয়েক হাজার দর্শনার্থী। টান টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে বেলজিয়াম। এ সময় বেলজিয়াম সমর্থকরা বাঁশি ও পতাকা নিয়ে সৈকতে মিছিল বের করে। অন্যদিকে ব্রাজিল সমর্থকদের মন খারাপ করে সমুদ্র সৈকত এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।  বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আমরা পর্যটকদের সৌজন্যে লাবনী পয়েন্টে গত বিশ্বকাপও বড় পর্দায় দেখিয়েছি। এবারও শুরু থেকেই দেখানো হচ্ছে।

ফাইনাল পর্যন্ত সব খেলাই কক্সবাজারে আগত পর্যটকদের দেখানো হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা কাজ করছি। পর্যটকদের নিরাপত্তাসহ সব ধরনের সুবিধা দেওয়াই আমাদের লক্ষ্য।’

সর্বশেষ খবর