সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তদন্তের দাবি ম্যারাডোনার

ক্রীড়া ডেস্ক

আর কেউ না হলেও দিয়াগো ম্যারাডোনা গ্যালারিতে বসে নিজ দেশের খেলা উপভোগ করেছেন। মেসিদের উৎসাহ জুগিয়েছেন চিৎকার করে। তবুও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় রাউন্ড খেলেই দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিদায় নিয়েছে। ম্যারাডোনা বলেছেন, আমি আগেই বলেছিলাম, বিশ্বকাপে আর্জেন্টিনার কি পরিণতি হতে পারে। ধারণা ছিল এই দল দ্বিতীয় রাউন্ডেই উঠবে না। তারপরও গেছে, এ জন্য খেলোয়াড়দের ধন্যবাদ। ম্যারাডোনা বলেন, আর্জেন্টিনার কেন এই বেহাল দশা, গবেষণা করার সময় এসেছে। জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আর্জেন্টিনা তো তা পেরিয়েছে। কিন্তু জেনেশুনে যারা দলের বিপর্যয় ডেকে এনেছে তাদের চিহ্নিত করা উচিত। আগেও বলেছি, এখনো বলব, কোচ হিসেবে হোর্হে সাম্পাওলি পুরোপুরি অযোগ্য ছিলেন। যোগ্যতা না থাকার পরও কেন তাকে কোচ করা হলো। এ নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্বও স্পষ্ট হয়ে উঠেছিল। দেশের বৃহত্তর স্বার্থে বিষয়টি তদন্ত করা দরকার।

সর্বশেষ খবর