মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ইতিহাস গড়ার অপেক্ষায় দেশম

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ার অপেক্ষায় দেশম

ফ্রান্সের দিদিয়ের দেশমের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। তারই নেতৃত্বে ১৯৯৮ সালে ফরাসিরা প্রথম বিশ্বজয় করে। এরপর ২০০৬ সালে আরেকবার ফাইনাল খেললেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে। বেকেনবাওয়ারে নেতৃত্বে ১৯৭৪ সালে জার্মানি বিশ্বকাপ জিতেছিল। ১৯৯০ সালে তারই প্রশিক্ষণে জার্মানরা হারানো গৌরব উদ্ধার করে। এ এক অনন্য কৃতিত্ব। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করাটা চাট্টিখানি কথা নয়।

সেই ইতিহাস হাতছানি দিচ্ছে দেশমেরও। আজ সেমিতে জিতলেই ফাইনালে যাবে ফ্রান্স। ফাইনালে জয় মানে দেশমের নামটি ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। বেকেনবাওয়ারের মতোই তিনি অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বজয়ের গৌরব অর্জন করবেন। ১৯৯৮ সালে ফাইনালে ব্রাজিলকে বিধ্বস্থ করেছিল ফ্রান্স। এবার সেমিতেই তাদের দেখা হওয়ার সম্ভাবনা ছিল। বেলজিয়াম জিতে যাওয়ায় ব্রাজিলকে আর পাওয়া যায়নি। তবে দেশম শিষ্যদের হুঁশিয়ারি করে বলেছেন বেলজিয়াম শক্তিশালী দল। জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।

ফ্রান্সের কোচ হিসেবে শুরুটা ভালো হয়নি দেশমের। দুই বছর আগে ইউরোর ফাইনালে উঠেও দেশকে ট্রফি উপহার দিতে পারেনি। এবার বিশ্বকাপে কি করবে সেটাই অপেক্ষা।

সর্বশেষ খবর