সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শেষ হলো অঘটনের বিশ্বকাপ

শেষ হলো অঘটনের বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয়। বিশ্বকাপের ইতিহাসে বেলজিয়ামের এটাই সেরা প্রাপ্তি —এএফপি

প্রবল এক উৎসাহ-উদ্দীপনায় বিশ্বকে বরণ করে নিয়েছিল রাশিয়া। বিশ্বকাপের ১১টি শহর নিজস্ব সংস্কৃতি দিয়ে আপন করে নিয়েছিল ফুটবলের লাখ লাখ সমর্থকদের। কোথাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃখজনক স্মৃতি দেখে দু ফোঁটা অশ্রু ঝরিয়েছেন তারা। কোথাও জার আমলের ঐশ্বর্য দেখে মুগ্ধ হয়েছেন। সেন্ট পিটার্সবার্গের নির্মাণশৈলী দেখে বিস্মিত হয়েছেন। ভুতলের অনেকটা গভীরে মেট্রো স্টেশনগুলো দেখে অবাক হয়েছেন। পাহাড়ের চূড়া, নদীর বিশালতা, বরফশীতল পানি আরও কত কী! বিশ্বকাপের ইতিহাসে এবার বড় অঘটন ঘটেছে। পরাশক্তিদের পেছনে ফেলে নতুন শক্তির উত্থান ঘটেছে। বিশেষ করে ক্রোয়োশিয়ার ফাইনাল খেলাটা চমকই বলা যায়। বেলজিয়াম তৃতীয় হলেও বিশ্বকাপের সেরা প্রাপ্তি অর্জন করেছে। দীর্ঘ একটা মাস! বিশ্বকাপ নিয়ে মেতে ছিল পুরো দুনিয়া। নতুন নতুন দলের সাফল্যে আনন্দিত হয়েছে। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলের বিদায়ে অশ্রুপাত করেছে। বেলজিয়ামকে নতুন ধারার ফুটবল খেলতে দেখে মুগ্ধ হয়েছে। একটা মাস কোন দিক দিয়ে যে চলে গেল! এই সময়ের মধ্যে পৃথিবীর বেশিরভাগ মানুষই ভুলে গিয়েছিল জীবনের সব অশান্তি। ভুলে গিয়েছিল, রাজনৈতিক অস্থিরতা। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সব অনিশ্চয়তা। ফুটবল এমনই এক খেলার নাম, যা ভুলিয়ে দেয় অন্য সব কিছু। এর বিশালতা এমনই, যা ধারণ করতে পারে পুরো দুনিয়ার সব জাতিকে। ধারণ করতে পারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে। শান্তির বাণী ছড়িয়ে দিতে পারে দুনিয়ার সবচেয়ে রগচটা ব্যক্তিটির মধ্যেও! রাশিয়া বিশ্বকাপে সারা দুনিয়া থেকে লাখ লাখ মানুষ এসেছিল। সবাই মিশে গিয়েছিল ফুটবলের সে াতে। যারা এখানে আসতে পারেনি, টিভি সেটের সামনে বসে ঘুম বিসর্জন দিয়েছেন তারাও। সারা দুনিয়ায় একই সঙ্গে সকাল হয়েছে। একই সঙ্গে রাত! এই উৎসব শেষ হয়ে গেল। গতকাল ফাইনালের মধ্য দিয়েই আরও চার বছরের অপেক্ষায় থাকবে বিশ্বকাপ। আরও চারটি বছর চাতক পাখির মতোই অপেক্ষায় থাকতে হবে ফুটবলভক্তদের। তবে রাশিয়া যে অসাধারণ আয়োজন করল, তাই নিয়ে মেতে থাকতে পারবে ফুটবল দুনিয়া। আগামী চারটা বছরে কত আলোচনা হবে হয়ত রাশিয়ানদের নিয়ে। ফুটবলের কথা মনে পড়লেই চোখে ভাসবে, লুঝনিকি স্টেডিয়ামের বিশাল কমপ্লেক্স। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামের আভিজাত্য। আরও কত কী! স্মৃতির ডালি মেলে ধরলে একের পর এক গল্প বের হবে। এসব নিয়েই কেটে যাবে চারটা বছর! রাশিয়া প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করল। বিশ্বকাপের গত ৮৮ বছরের ইতিহাসে ইতালি, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি ও মেক্সিকো দুবার করে বিশ্বকাপ আয়োজন করেছে। রাশিয়াও হয়ত দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হবে। বহু যুগ পর কোনোদিন হয়ত রাশিয়ায় ফিরবে বিশ্বকাপ ফুটবল। সে সময় নবীন লেখকরা পুরনো খাতা ঘেঁটে বের করবেন ইতিহাসের এক সোনালি অধ্যায়। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামের অদ্ভূত সুন্দর এক আয়োজন নিয়ে নানান রকমের লেখা পড়বেন পাঠকরা। সেসময় হয়ত কোনো এক বৃদ্ধকে তারা খুঁজে পাবে যারা ২০১৮ বিশ্বকাপে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। এমন কোনো সাংবাদিককে হয়ত খুঁজবে, যার রিপোর্ট পড়ে ২০১৮ বিশ্বকাপের পাঠকরা হেসেছেন, কেঁদেছেন। রাশিয়ায় বিশ্বকাপ কবে ফিরবে বলা কঠিন। আপাতত ফুটবল দুনিয়া আগামী চারটা বছর অপেক্ষায় থাকবে কাতার বিশ্বকাপের জন্য। গরমের দেশে কিভাবে ফুটবলটা খেলা হয়, তাই দেখে বিস্মিত হবেন হয়ত তারা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর