সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
আসলামের কলাম

ফ্রান্সের কৌশলের কাছেই ক্রোয়েশিয়া ধরাশায়ী

ফ্রান্সের কৌশলের কাছেই ক্রোয়েশিয়া ধরাশায়ী

দেশমকে অভিনন্দন। অভিনন্দন ফরাসি ফুটবলাদের। ২০ বছর পর দেশকে উপহার দিল বিশ্বকাপের স্বপ্নের ট্রফি। হারলেও ক্রোয়েশিয়ার বীরত্বের কথা স্বীকার করতেই হবে। ফেবারিটদের পেছনে ফেলে তারা প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। রানার্স আপ হওয়াও কম গৌরবের নয়। দেশম এমনি একজন কোচ যিনি তার দলকে প্রতিটি ম্যাচেই কৌশল বদল করে খেলিয়েছেন। ফাইনালে ক্রোয়েশিয়া যখন একের পর এক আক্রমণ করছিল ফ্রান্স তখন ম্যাচটাকে স্লো করতে চেয়েছে। স্বার্থকও হয়েছে। বুঝে শুনে  কাউন্টার অ্যাটাক করে গোলও করেছে। প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে থেকেও ক্রোয়াটরা সমতায় ফিরেছিল। কিন্তু এই উৎসব তারা ধরে রাখতে পারেনি। পেনাল্টি থেকে গ্রিজম্যান গোল করলে ফ্রান্স প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে তাকে। ফাইনালের মতো টেনশনের লড়াইয়ে পেনাল্টি শট নিলেও পা কাঁপে। কিন্তু গ্রিজম্যান ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে সমর্থকদের উৎসবে মাতান। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া ম্যাচে ফিরতে চাইলেও ফাইনালের কৌশলের কাছে মার খেয়ে যায়। বরং সুযোগ বুঝে ফ্রান্স আক্রমণ চালিয়েছে যা প্রতিপক্ষের রক্ষণভাগ ধরতে পারেনি। পল পগবা অসাধারণ গোল করলে আমি নিশ্চিত হয়ে যাই ফ্রান্সই বিশ্বকাপ জিততে যাচ্ছে। এমবাপ্পে গোলের পর ফ্রান্সের উৎসবটা ছিল শুধুই অপেক্ষা। ব্যবধান কমালেও ফ্রান্সের ধীরগতির খেলার কাছে ক্রোয়েশিয়া চমক দেখাতে পারেনি। একজন যোগ্য কোচ থাকলে সব ভয়কে জয় করা যায় তা প্রমাণ করল ফ্রান্স।

সর্বশেষ খবর