শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এবার ওয়ানডে মিশন

টেস্ট দলের তুলনায় বাংলাদেশের ওয়ানডে দল অনেক শক্তিশালী। নেতৃত্বে মাশরাফি তো ফিরছেনই, দেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমানও খেলবেন

ক্রীড়া প্রতিবেদক

এবার ওয়ানডে মিশন

সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ। ক্যারিবীয়দের বিরুদ্ধে টেস্টে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি সাকিবরা। সঙ্গে যুক্ত হয়েছে ৪৩ রানের লজ্জা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের নতুন রেকর্ড গড়েছে টাইগাররা। এবার বাংলাদেশের সামনে ওয়ানডে সিরিজ। টাইগারদের সবচেয়ে প্রিয় ফরম্যাট।

টেস্ট ও টি-২০তে অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান, ওয়ানডেতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইতিমধ্যে জ্যামাইকায় পৌঁছেও গেছে নড়াইল এক্সপ্রেস। মাশরাফির নেতৃত্বে কি ওয়ানডে সিরিজে টাইগারদের ভাগ্য বদলাবে?

বাংলাদেশ টেস্ট ও টি-২০র তুলনায় অনেক ভালো দল। এটা কয়েক বছরে টাইগাররা প্রমাণও করেছে। এবার ওয়েস্ট ইন্ডিজে আরেকবার প্রমাণ করার সময় এসেছে।

বাংলাদেশ দল শেষ টেস্টটি খেলেছে জ্যামাইকায়। গতকাল রাতে সেখানে প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা। তবে ওয়ানডে ম্যাচ খেলবে গায়ানায়। জ্যামাইকা থেকে গায়ানার দূরত্ব ২ হাজার ৫০০ কিলোমিটার। আজ গায়ানার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। রবিবার প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

টেস্ট দলের তুলনায় বাংলাদেশের ওয়ানডে দল অনেক শক্তিশালী। নেতৃত্বে মাশরাফি তো ফিরছেনই, দেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমানও খেলবেন। আইপিএলের ইনজুরির কারণে কাটার মাস্টার টেস্ট সিরিজে খেলতে পারেননি। এছাড়া ব্যাটিং অর্ডারেও পরিবর্তন দেখা যেতে পারে। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারেন এনামুল হক বিজয়কে।

টেস্ট সিরিজটি ছিল বাংলাদেশের জন্য অনেকটা ‘এক্সপেরিমেন্টাল’। অনেক দিন পর ক্যারিবীয় দ্বীপে খেলতে গিয়ে মানিয়ে নেওয়া কঠিন। তা ছাড়া নতুন কোচের সঙ্গে ক্রিকেটারদের বোঝার বিষয়ও ছিল। সব মিলে সিরিজে বাজে করেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের আগে গুছিয়ে ওঠার সুযোগ পেয়েছেন টাইগাররা। কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে অ্যান্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটার ফেরায় শক্তিমত্ত্বা বেড়ে গেছে। ক্যারিবীয়দের বিরুদ্ধেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে।

সর্বশেষ খবর