শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ফ্রান্সের কোচ হতে চান না জিদান

ক্রীড়া ডেস্ক

ফ্রান্সের কোচ হতে চান না জিদান

ফ্রান্সের জার্সিতে এখন দুই তারকা। দুটি বিশ্বকাপ জিতেছে বলেই দুই তারার সংযোজন। দুটি বিশ্বকাপ জয়েই রয়েছে দিদিয়ের দেশমের সরাসরি সম্পৃক্ততা। ১৯৯৮ সালে ফ্রান্স যেবার প্রথম বিশ্বকাপ জিতল, সেবার অধিনায়ক ছিলেন দেশম। ২০ বছর পর এবার যখন দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হলো, তখন দেশটির কোচ দেশম। দেশম তৃতীয় ব্যক্তি, যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে জিতেছেন বিশ্বকাপ। তার কোচিংয়ে এবার ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হলো ক্রোয়েশিয়াকে হারিয়ে। বিশ্বচ্যাম্পিয়নদের সফল কোচ কি দাায়িত্ব ছেড়ে দিবেন? বাজারে গুঞ্জন দেশমকে চাইছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো বিশ্বের সেরা সেরা ক্লাবগুলো। কিন্তু তিনি কোনো কিছুই বলছেন না এ বিষয়ে। এরই মধ্যে বাজারে আরও এক গুঞ্জন। দেশম যদি দায়িত্ব ছেড়ে দেন, তাহলে তার জায়গায় দেখা যেতে পারে জিনেদিন জিদানকে। কিন্তু জিদান ফরাসি দলের দায়িত্ব নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লা গ্রায়েত।             

১৯৯৮ সালে ফ্রান্স প্রথম যে বিশ্বকাপ জিতেছিল, তার মূল নায়ক ছিলেন জিদান। ২০০৬ সালেও ফ্রান্সকে ফাইনালে টেনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শিরোপার স্বাদ নিতে পারেননি। ফুটবল ক্যারিয়ার শেষে ২০১৬ সালে দায়িত্ব নেন রিয়াল মাদ্রিদের। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন শিরোপা জিতে হ্যাটট্রিক করে রিয়াল। গোটা বিশ্ব যখন জিদানের প্রশংসায় ব্যস্ত, তখনই তিনি দায়িত্ব ছেড়ে বিস্ময়ের জন্ম দেন। বিশ্বকাপ শুরু হতে তখনো এক মাস বাকি। কিন্তু বাজারে ভেসে বেড়াতে শুরু করে বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নিতেই রিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে জিদান কিছুই বলেননি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি লা গ্রায়েত অবশ্য জানান, ‘দেশম বিশ্বকাপ জিতুক আর না জিতুক, তার সঙ্গে আমাদের চুক্তি ২০২০ সাল পর্যন্ত। ফ্রান্স বিশ্বকাপ জিতেছে দেশমের কোচিংয়ে। সুতরাং কোনো সম্ভাবনা নেই নতুন কোচের।’ ফরাসি ফুটবল প্রেসিডেন্টের বক্তব্যই স্পষ্ট করে দিয়েছে, জিদানের কোচ হওয়ার সম্ভাবনা নেই। জিদান এ বিষয়ে কিছু না বললেও তার ঘনিষ্ঠজনরা বলছে, ফ্রান্সের কোচিং করানোর আপাতত কোনো আগ্রহ নেই জিদানের।

সর্বশেষ খবর