শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কাতারে প্রস্তুতি ম্যাচে রনিদের ড্র

ক্রীড়া প্রতিবেদক

কাতারে প্রস্তুতি ম্যাচে রনিদের ড্র

জাতীয় ফুটবল দল এখন কাতারে। সেখানে কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত রয়েছেন মামুনুলরা। আগস্টে জাকার্তায় এশিয়ান গেমস। সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ। দুটো টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন চলছে। বুধবার কাতার মেসাইমির ক্লাবের সঙ্গে প্রীতিম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ।

মেসাইমির ফুটবল ক্লাব ট্রেনিং গ্রাউন্ডে এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিকরা। সুযোগ পেয়েও সমতায় ফিরতে পারছিল না লাল সবুজের দল। খেলা যখন শেষের দিকে গড়াচ্ছিল তখনই গোল পেয়ে যায় বাংলাদেশ। ৮৩ মিনিটে কর্নার থেকে জালে বল পাঠান শাখায়াত হোসেন রনি। শেষ পর্যন্ত ম্যাচে ১-১ গোলেই ড্র হয়। জাকার্তায় এশিয়ান গেমস নয়।

বাংলাদেশের মূল লক্ষ্য ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। গত তিন আসরে গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছিল। এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাচ্ছে। ২০০৩ সালে ঢাকাতেই সাফ জিতেছিল বাংলাদেশ। ভারতে জাতীয় দল সাফে আসছে না। তারা বয়স ভিত্তিক দল পাঠাবে। এর পরও বাংলাদেশ নিজের মাঠে কি করবে সেটাই এখন বড় প্রশ্ন। ১৫ বছর কি হারানো গৌরব উদ্ধার করতে পারবে কি?

সর্বশেষ খবর