শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

৫ পাউন্ডের নোটে হ্যারি কেইন!

ক্রীড়া ডেস্ক

৫ পাউন্ডের নোটে হ্যারি কেইন!

৫২ বছর পর বিশ্বকাপ ফুটবলে শিরোপা জয়ের সম্ভাবনা ছিল ইংল্যান্ডের। সেমিফাইনালেও উঠেছিল। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। চতুর্থ হয়েই রাশিয়া বিশ্বকাপ শেষ করতে হয় ইংল্যান্ডের। ফাইনালে না উঠলেও ইংলিশদের পারফরম্যান্সে মুগ্ধ ছিল ফুটবলপ্রেমীরা। বিশেষ করে অধিনায়ক হ্যারিকেইন যে নৈপুণ্য দেখাল তা ভোলবার নয়। সর্বোচ্চ ৬ গোল দিয়ে তিনি জিতেছেন গোল্ডেন বুট। ১৯৮৬ সালে ইংল্যান্ডের গ্যারিলিনেকারও গোল্ডেন বুট জেতেন। ৩২ বছর পর হ্যারিকেইনই ইংলিশদের হয়ে পুরস্কারটি জিতলেন। তার এই অর্জন স্মরণীয় করে রাখতে খোদাই শিল্প গ্রাহাম শর্ট বেছে নিয়েছেন ৫ পাউন্ডের নোটকে। শর্ট লেজার রশ্মির মাধ্যমে নোটের ওপর কেইনের মুখ খোদাই করে বসিয়ে দিয়েছেন। একটি নয় ৬ গোলের জন্য কেইনের চেহারা খোদাই করে ৬টি নোট তৈরি করেছেন শর্ট। একটি নোট পেয়েছেন কেইন। আরেকটি উপহার দেওয়া হয়েছে ফুটবল অ্যাসোসিয়েশনকে। বাকি চারটি নোট এমন চারটি অঞ্চলে শর্ট খরচ করেছেন যে সব অঞ্চল নিয়ে গঠিত হয়েছে ব্রিটেনের ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড। বিশেষভাবে বানানো সূচের মাধ্যমে নোটের ওপর ইংলিশ তারকার মুখ খোদাই করা হয়েছে।

সর্বশেষ খবর