শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

এক বছর বিরতি দিয়ে আবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। গতকাল বাফুফে নির্বাহী কমিটির সভায় এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানান,  ছয় জাতির বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘স্বত্ব’ বিক্রি করা হয়েছে কে স্পোর্টসের কাছে। টুর্নামেন্টের যাবতীয় খরচ তারা বহন করবে। পাশাপাশি বাফুফেকে ১ কোটি টাকা মুনাফা দেবে। ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের চিন্তাভাবনা রয়েছে বাফুফের। ছয় জাতির এ টুর্নামেন্টে আফগানিস্তান, ফিলিস্তিন ও নেপালকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহসভাপতি।

সর্বশেষ খবর