বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নাজমুলের হাতে ২৫ সেলাই

ক্রীড়া প্রতিবেদক

নাজমুলের হাতে ২৫ সেলাই

প্রথম ম্যাচ হেরে টি-২০ সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত আমেরিকার ফ্লোরিডায় টানা দুই ম্যাচে জয় পেয়ে ওয়ানডের মতো টি-২০ সিরিজও জিতেছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। সমতা আনার পেছনে তামিম ও সাকিবের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং ও নাজমুল ইসলাম অপুর দুর্দান্ত বোলিংও বড় অবদান রাখে। ৩ উইকেট পেয়েছিলেন তিনি। তাই নাজমুল শেষ ম্যাচেও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেন।

কপাল খারাপ থাকলে দুর্ভাগ্য কি আর ঠেকানো যায়? তৃতীয় ম্যাচে অধিনায়ক সাকিব বোলিংয়ে আনেন নাজমুলকে। ওভারের তৃতীয় বলে যখন বল করছিলেন স্ট্রাইকে ছিলেন মারলন স্যামুয়েলস এবং নন স্ট্রাইকে চ্যাডউইক ওয়ালটন। স্যামুয়েলস তার ছোড়া বলে পুশ করলেন অফে। বল ছিল অনেকটাই বোলারস ব্যাক ড্রাইভ। সেটা বাঁচাতে হলে কিছুটা ঝাঁপিয়ে পড়তে হবে। সেটাই করলেন নাজমুল। এ সময় রান নিতে দৌড়ানোর চেষ্টা করেন ওয়ালটন। কী দুর্ভাগ্য! নাজমুলের বাঁ-হাত সেখানে গিয়ে পড়লো। একই সঙ্গে ওয়ালটনের পা। স্টিলের স্পাইকযুক্ত তার বুটের নিচে পড়লো নাজমুলের হাত। হাত ক্ষত-বিক্ষত। সঙ্গে সঙ্গে নাজমুলকে নিয়ে যাওয়া হলো ড্রেসিং রুমে। সেখান থেকে হাসপাতালে। সোমবার সন্ধ্যায়ও নাজমুলের ইনজুরি সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেননি। গতকাল কথা বলেছেন তিনি। ফ্লোরিডা থেকে নাজমুলের হাতের ইনজুরির বিভিন্ন ছবি মেইলে পাঠানো হয়েছে দেবাশীষের কাছে। তা দেখেই মতামত দিয়েছেন। ২৫টি সেলাই দিতে হয়েছে নাজমুলের হাতে। সেটা এক জায়গায় নয়, চার জায়গায় ক্ষত হয়েছে। তিনটি তেমন গুরুতর নয়। হয়তো দুই সপ্তাহের মধ্যে সেরে উঠবেন। তবে ওয়ালটনের যে বুটের স্পাইকের ক্ষত আছে, তা সারতে সময় নেবে। কতদিন লাগবে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক। বলেছেন মাস খানেক সময় লাগবে। যদি মাস খানেক হয় তাহলে নাজমুল এশিয়া কাপ খেলতে পারবেন। কেননা এই আসর শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। এর বেশি সময় লাগলে এশিয়া কাপের বাইরে থাকতে হতে পারে এই নির্ভরযোগ্য স্পিনারকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর