বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রেকর্ডের অপেক্ষায় হিগুয়েন

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাস থেকে এসি মিলানে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। চুক্তি অনুযায়ী ২০১৮-১৯ মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে জুভেন্টাস থেকে মিলানে যোগ দেন হিগুয়েন। ২০১৫-২০১৬ মৌসুমে ইতালিয়ান লিগে নেপোলির হয়ে রেকর্ড ৩৫ গোল করেন আর্জেন্টাইন এই তারকা। ওই মৌসুমেই শেষের দিকে ইতিহাসের সবচেয়ে বেশি দামে হিগুয়েনকে কিনে নেয় জুভেন্টাস। সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে ১১ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ায় জুভেন্টাস। তাতে হিগুয়েনকে ছাপিয়ে পর্তুগিজ তারকা হয়ে যান সবচেয়ে দামি খেলোয়াড়। এরপরই হিগুয়েনকে ধারে মিলানে পাঠায় তুরিনে অবস্থিত ক্লাবটি। নতুন দলে যোগ দিয়েই হিগুয়েন বলেছেন, ‘আমি নিজের গড়া ৩৫ গোলের রেকর্ডটি ভাঙতে চাই।

সর্বশেষ খবর