বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপে ১৩ লাখ কোটি টাকার জুয়া!

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ১৩ লাখ কোটি টাকার জুয়া!

ফুটবলে জুয়ার ব্যাপারটি নতুন কিছু নয়। প্রতি বছরই কোটি কোটি ডলারের জুয়া খেলে ফুটবলভক্তরা। জুয়া খেলার জন্য অনলাইনে বেশ কয়েকটি সাইটও আছে। তবে রাশিয়া বিশ্বকাপ ছাড়িয়ে গেল অন্য সবকিছুই। এবারের বিশ্বকাপে ১৩৬ বিলিয়ন ইউরোর (প্রায় ১৩ লাখ ৩১ হাজার ৬৯৯ কোটি টাকা) জুয়া খেলেছেন ফুটবলভক্তরা। ফিফা এবং স্পোর্টরাডার যৌথভাবে বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। প্রতি ম্যাচে গড়ে ২.১ বিলিয়ন ইউরোর জুয়া খেলেছেন বাজিকররা। কেবল ফাইনালেই বাজির পরিমাণ ছিল ৭.২ বিলিয়ন ইউরো। এককভাবে ক্রোয়েশিয়ার উপরই সবচেয়ে বেশি বাজি ধরা হয়েছে রাশিয়া বিশ্বকাপে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের বিপক্ষে বিজয়ী হওয়ায় ক্রোয়েশিয়ার বাজির দরটাই ছিল সবচেয়ে বেশি। অবশ্য বিশাল অঙ্কের অর্থ বাজি ধরা হলেও বিশ্বকাপের কোনো ম্যাচই তার প্রভাব পড়েনি বলে জানিয়েছে ফিফা। ফিফা প্রতিটা ম্যাচেই গভীর দৃষ্টি রেখেছিল। কোনো ম্যাচেই ফিক্সিংয়ের আলামত পায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের বিশ্বকাপে এত বেশি বাজি ধরা হয়েছিল কেন? এর কারণ হিসেবে অনেকেই ছোট দলগুলোর সফলতার কথা বলছেন। ক্রোয়েশিয়া, বেলজিয়াম, সুইডেন, রাশিয়া এবার দারুণ ফুটবল খেলেছে। ফেবারিটদের হারিয়ে একের পর এক উপরে উঠে গেছে তারা। জার্মানি, স্পেন, আর্জেন্টিনার মতো দল প্রথমদিকেই বাদ পড়ায় জুয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল। ক্রোয়েশিয়া এবং বেলজিয়ামকে নিয়ে বাজিকররা বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। তবে সবাইকে হতাশ করে সেই পুরনো ফ্রান্সই বিশ্বকাপ ঘরে নিয়ে গেল।

সর্বশেষ খবর