শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নাভাস এখন কী করবেন

ক্রীড়া ডেস্ক

নাভাস এখন কী করবেন

রিয়াল মাদ্রিদে ইকার ক্যাসিয়াস যুগ শেষ হওয়ার পর থেকেই কেইলর নাভাস ছিলেন ক্লাবের এক নম্বর গোলরক্ষক। তিনটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন নাভাস রিয়ালের জার্সিতে। দীর্ঘ চারটা বছর ধরে সামলাচ্ছেন ক্লাবের গোলবার। তবে সবকিছু কেমন যেন ঝুঁকির মধ্যে পড়ে গেল বেলজিয়ামের গোলরক্ষক থিবোট কর্টয়েসের আগমনে। বর্তমান ফুটবল দুনিয়ায় অন্যতম সেরা গোলরক্ষক কর্টয়েস। বিশ্বকাপে বেলজিয়াম যে সেমিফাইনাল খেলল, এতে তার অবদান অনেক। কর্টয়েসের আগমনে রিয়াল মাদ্রিদে গোলরক্ষক হলো পাঁচজন। নাভাস ছাড়াও আগে থেকেই দলে ছিলেন লুকা জিদান, আন্দ্রে লুনিন ও কিকো ক্যাসিলা। এবার কর্টয়েস যোগ হওয়ায় এক নম্বর স্থানটা আর কারও জন্য পাকাপোক্ত রইল না। কেইলর নাভাস কী করবেন এখন! কর্টয়েসের মতো গোলরক্ষকের আগমনেও ভীত নন নাভাস। তিনি বলেন, ‘রিয়াল ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার। এটি আমি জোর দিয়েই বলছি। আমার রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছা ততটুকুই যতটুকু আমার মরে যাওয়ার ইচ্ছা। বুঝতেই পারছেন আশা করি।’ এর অর্থ, রিয়াল মাদ্রিদ মোটেও ছাড়তে চাইছেন না নাভাস। কিন্তু কর্টয়েসের আগমনের পরও তাকে দলে রাখতে চাইবে কিনা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তা ভবিষ্যতেই জানা যাবে। কর্টয়েসকে চেলসি থেকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর