রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ রোডস

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ রোডস

ক্যারিবীয় দ্বীপে চমক দেখিয়েছে বাংলাদেশ। টি-২০ তে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ জিতেছে টাইগাররা। অথচ ওই সফরের আগেই আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিরুদ্ধে টি-২০ সিরিজে জয়ের ব্যাপারে আশা করাও কঠিন ছিল। অথচ সাকিব আল হাসানের নেতৃত্বে অসাধারণ খেলেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েও সিরিজ জেতায় ভীষণ খুশি কোচ স্টিভ রোডস। তাই অধিনায়ক সাকিবের প্রশংসায় পঞ্চমুখ তিনি। কোচ বলেন, ‘টেস্ট ও টি-২০ ম্যাচে আমাদের অধিনায়ক সাকিব আল হাসান। কৌশলগতভাবে সাকিব ফ্যান্টাস্টিক অধিনায়ক। দলের বাকিরা তার ক্রিকেট খেলার ধরনকে শ্রদ্ধা করে। তবে ক্রিকেটে তার মস্তিষ্কের ব্যবহার বিশেষ করে টি-২০ ক্রিকেট, সত্যিই অসাধারণ। এমনটা সম্ভব হয়েছে কারণ সে বিশ্ব জুড়ে নানান জায়গায় টি-২০ খেলে। সে নিজের খেলোয়াড়দের সম্পর্কে এবং নিজের খেলাটা সম্পর্কে খুব ভালো বুঝে।’ টি-২০র মতো ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে হারিয়েছে। তাই ওয়ানডে অধিনায়ক মাশরাফিরও প্রশংসা করেছেন রোডস। তিনি বলেন, ‘আপনি যখন বাংলাদেশের কথা চিন্তা করবেন তখন আপনি মানতে বাধ্য যে মাশরাফি দারুণ অধিনায়ক। সে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অধিনায়কত্ব করে।’

সাকিব ও মাশরাফির মতো দুই অধিনায়ককে পেয়ে গর্বিত রোডস, ‘আমরা সত্যিই খুব ভাগ্যবান যে এমন দুর্দান্ত দুজন অধিনায়ক পেয়েছি।’

স্টিভ রোডস তার প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন। টেস্ট সিরিজে হারলেও ওয়ানডে ও টি-২০ জিতেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, ‘সফরটা ভালো ছিল, বেশ ভালো ছিল। সফরে উত্থান-পতন ছিল। তবে সব মিলিয়ে আমার মতে ছেলেরা ভালো খেলেছে। বিশেষ করে টেস্ট সিরিজে ব্যর্থতার পরে ওয়ানডে ও টি-২০ তে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা! সত্যি বললে এমনভাবে ঘুরে দাঁড়াতে আপনার ভিতরে অবশ্যই বিশেষ কিছু থাকতে হয়।’

সর্বশেষ খবর