রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জয়ে শুরু ম্যানইউ চেলসির

ক্রীড়া ডেস্ক

জয়ে শুরু ম্যানইউ চেলসির

গোলের পর পল পগবাকে নিয়ে উৎসবে মাতেন সতীর্থরা —এএফপি

বিশ্বকাপ শেষ। আগামী চার বছরের জন্য বিশ্ব শাসনের দণ্ড হাতে তুলে নিয়েছে পল পগবা, অ্যান্তোয়ান গ্রিজম্যান, কিলিয়েন এমবাপ্পেরা। ফুটবল মহাযজ্ঞের আবেদন শেষ। দলবদল শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, বুন্দেস লিগা, সিরি-এ-এর দলগুলো গুছিয়ে নিয়েছে নিজেদের। সবার আগে মাঠে গড়িয়েছে বিশ্বের সবচেয়ে জমকালো, জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগ। সূচনা দিনে জয় পেয়েছে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সূচনা দিনে জোসে মরিনহোর ম্যান ইউ ২-১ গোলে হারিয়েছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে। শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে লিস্টারের বিপক্ষে জয়ী ম্যাচে রেড ডেভিলদের পক্ষে গোল দুটি করেন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা এবং ইংলিশ ডিফেন্ডার লুক শ। লিস্টারের পক্ষে ব্যবধান কমান ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি। মৌসুমের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী দুই ক্লাব। খেলা হবে জমজমাট। প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা। কিন্তু শেষ ২০ মিনিট ছাড়া ম্যাচে উত্তেজনা বলতে কিছুই ছিল না। এমন ম্যাচে প্রথমে এগিয়ে যায় মরিনহোর দলটি। ৩ মিনিটে পেনাল্টি পায় ম্যান ইউ। অ্যালেক্সিস স্যাঞ্চেজের শট লিস্টারের রক্ষণভাগের ড্যানিয়েল আমার্তির হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক কে করবেন, এ নিয়ে পগবা ও লক শ অনেকটা সময় আলাপ করেন। এরপর স্পট কিক নেন পগবা এবং ঠাণ্ডা মাথায় এগিয়ে নেন ম্যানইউকে (১-০)। ২৮ মিনিটে সমতায় আসবার সুযোগ হারায় লিস্টার সিটি। ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসনের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন ডেভিড দে হিয়া। প্রথমার্ধ শেষ হয় ওই একগোলেই এভাবেই। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে খেলা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা ছিল। এরই মধ্যে ৭৫ মিনিটে ফের সুযোগ পেয়েছিল লিস্টার। এবারও ম্যান ইউকে রক্ষা করেন গোলরক্ষক ডেভিড দে হিয়া। ৭৯ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ম্যান ইউ’র বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। বিশ্বকাপে ৪ গোল করা লুকাকু প্রতিপক্ষের ডেনিস গোলরক্ষক কাসপার স্মাইকেলকে একা পেয়েও গোল করতে পারেননি। অবশেষে ৮৩ মিনিটে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন লুক শ। জুয়ান মাতার বাড়ানো বলে প্রথম সুযোগে গোল করতে ব্যর্থ হন শ। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন লুক শ দারুণ এক ভলিতে (২-০)। দুই গোলে এগিয়ে থেকে যখন ম্যাচ শেষের পথে এগোচ্ছিল, তখনই ম্যাচের অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করেন লিস্টারের জেমি ভার্ডি (২-১)। এদিকে গতকাল লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে চেলসি।   ৩-০ গোলে হাডার্সফিল্ড টাউনকে হারিয়েছে তারা। বিজয়ী দলের জর্জিনিয়ো, কঁতে ও পেদ্রো গোলগুলো করেন।

সর্বশেষ খবর