সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো হাসপাতালে

ক্রীড়া ডেস্ক

সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হলেন। বিশ্বকাপের পুরো সময় রাশিয়ায় কাটিয়ে তিনি গিয়েছিলেন স্পেনে। সেখানেই নিউমোনিয়ায় আক্রান্ত হন। অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রোনাল্ডো ছিলেন স্পেনের সমুদ্র সৈকত ইবিজায়। এখানে তার নিজস্ব বাড়ি রয়েছে। নিজের বাড়িতেই শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। শুক্রবার শুরুতেই খুব অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নেওয়া হয় ইবিজার হাসপাতাল ক্যান মিসেসে। সেখানে তাকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাত বাড়তে থাকলে অসুস্থতাও বাড়তে থাকে। অবস্থার উন্নতি না হলে, রোনাল্ডো নিজেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিলিজ চান এবং তাকে দ্রুত একটি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করার কথা বলেন। শুক্রবার মধ্যরাতেই হাসপাতাল ক্যান মিসেস থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় নুয়েস্ট্রা সেনোরা ডেল রোজারিও পলিক্লিনিকে। সেখানে তাকে রাখা হয় ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। দিয়ারিও ডি ইবিজা জানিয়েছে এই খবর। প্রাইভেট ক্লিনিকে নেওয়ার পর রোনাল্ডোর অবস্থা উন্নতির দিকে রয়েছে। যদিও হাসপাতালের কেউ এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি কাউকে। এছাড়া হসপিটাল ক্যান মিসেসের এক কর্মকর্তা বলেন, ‘ডাটা সমস্যার কারণে কোনো কিছুই বলা যাচ্ছে না।’ নিজ বাড়িতে বেড়াতে আসাটা খুব একটা সুবিধার হয় না রোনাল্ডোর। এর আগেও ২০১২ সালে এখানে বেড়াতে এসে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

সর্বশেষ খবর