শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

টিভিতে দেখা যাবে না লা লিগা

ক্রীড়া ডেস্ক

টিভিতে দেখা যাবে না লা লিগা

স্প্যানিশ লা লিগা দিনে দিনে জনপ্রিয়তার দিক থেকে উপরের দিকেই ছুটে চলেছে। অন্য সব লিগ অনেকটা পেছনে পড়ে যাচ্ছে। এর প্রধান কারণ, বর্তমান ফুটবলের বেশিরভাগ তারকা ফুটবলারই স্প্যানিশ লিগে। অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পর একটা ভারসাম্য বিরাজ করছে এখন। লা লিগার এই জনপ্রিয়তার ব্যাপারে স্পেনের কর্তৃপক্ষও বেশ সচেতন। এই কারণে তারা নিজেদেরকে আরও ব্যাপক ভিত্তিতে প্রচার করতে চায়। এই লক্ষ্য পূরণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। তারা ভারতীয় উপমহাদেশের জন্য টিভি স্বত্ব বিক্রি করেছে ফেসবুকের কাছে। এতদিন উপমহাদেশে এই টিভি স্বত্ব ছিল সনির দখলে। তাদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আর নবায়ন করেনি লা লিগা কর্তৃপক্ষ। এর ফলে আগামী তিন বছর লা লিগার কোনো খেলা আর টিভিতে দেখা যাবে না। মেসিদেরকে দেখতে হলে ফেসবুক থেকেই দেখতে হবে। ভারতীয় উপমহাদেশে লা লিগার জনপ্রিয়তা কত বেশি তা স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ ভালো করেই জানে। সম্ভবত এই কারণেই গত মৌসুমে একটি এল ক্ল্যাসিকো ম্যাচ ভারতীয় উপমহাদেশের মানুষদের জন্য সময় অনেক এগিয়ে এনে আয়োজন করেছিল তারা। সাধারণত এল ক্ল্যাসিকো কিংবা স্প্যানিশ লা লিগার অন্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হয় মধ্যরাতে। স্পেনে সেটা সন্ধ্যা রাত। কিন্তু স্পেনে দুপুরে আয়োজন করা হয়েছিল এল ক্ল্যাসিকো। ভারতীয় উপমহাদেশে ফেসবুকের ব্যবহারকারী এত বেশি যে এটাকেই কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। কেবলমাত্র ভারতেই ২৭ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। এ কারণেই উপমহাদেশে লা লিগার সমপ্রচার স্বত্ব বিক্রি করা হয়েছে ফেসবুকের কাছে। লা লিগা কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে জানিয়েছে, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মৌসুমজুড়ে পুরো ৩৮০টি ম্যাচ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার দর্শকরা ফেসবুকে ফ্রি দেখার সুযোগ পাবে। ফেসবুক ব্যবহারকারী তরুণ প্রজন্ম এতে বেশ সুবিধাই পাবে। অবশ্য এতে অনেকেই অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। মধ্য বয়স পাড়ি দেওয়া অনেক বুড়োই ফেসবুক ব্যবহার করেন না।

সর্বশেষ খবর